বুধবার, ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:১৪
শিরোনাম :
দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু পটুয়াখালী জেলার দুমকি উপজেলা মোঃ ইলিয়াছ মুন্সি আর নেই

বরিশালের হিজলা উপজেলায় দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু, ২ ভাই আটক

মুলাদী প্রতিনিধিঃ

বরিশালের হিজলা উপজেলার মাউলতলা গ্রামে বাবাকে হত্যার অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। পাশাপাশি শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নিহত আনিস হাওলাদারের (৬৫) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ না দেওয়া হলেও আটক দুই ভাই জাহিদ (৩৩) ও রাকিবের (২০) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার।

তিনি জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে জাহিদ ও রাকিবের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে মারামারিতে রূপ নেয়। এসময় তাদের বাবা দিনমজুর আনিস মারামারি থামাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন এবং কিছু সময় পর অসুস্থ হয়ে পড়েন। পরে রাতেই তার মৃত্যু হয়।

অসীম কুমার জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে সন্তানরা মরদেহের জানাজা শেষে দাফন কাজে ব্যস্ত হয়ে পড়েন। এসময় স্থানীয় সূত্রে বিষয়টি থানা পুলিশ জানতে পারে। পরে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। যেখানে মৃত আনিসের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুই ছেলে জাহিদ ও রাকিবকে আটক করা হয়।

এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা