মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৩
শিরোনাম :
প্রধান মন্ত্রীর নির্দেশই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন..! দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চান রয়টার্সের সাংবাদিকসহ ৮৭ বিদেশি নির্বাচনের আগেই জাতীয় পার্টিতে ভাঙন দেখা দিচ্ছে…! বরিশাল বিভাগীয় সাংস্কৃতিক উৎসব ১৭ ডিসেম্বর আ’লীগ সভানেত্রী শেখ হাসিনার বরিশাল-০৫ আসনের নৌকার মাঝি হলেন কর্নেল জাহিদ ফারুক বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা এবং সমন্বয় কমিটির সভা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি) ১৫ লাখ টাকার বই বিক্রি, বিভাগীয় বইমেলার সমাপ্তি বরিশালে বিসিসি নতুন মেয়রের অভিষেক অনুষ্ঠান, নগরবাসীকে উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি

বরিশালের হিজলা উপজেলায় দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু, ২ ভাই আটক

মুলাদী প্রতিনিধিঃ

বরিশালের হিজলা উপজেলার মাউলতলা গ্রামে বাবাকে হত্যার অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। পাশাপাশি শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নিহত আনিস হাওলাদারের (৬৫) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ না দেওয়া হলেও আটক দুই ভাই জাহিদ (৩৩) ও রাকিবের (২০) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার।

তিনি জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে জাহিদ ও রাকিবের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে মারামারিতে রূপ নেয়। এসময় তাদের বাবা দিনমজুর আনিস মারামারি থামাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন এবং কিছু সময় পর অসুস্থ হয়ে পড়েন। পরে রাতেই তার মৃত্যু হয়।

অসীম কুমার জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে সন্তানরা মরদেহের জানাজা শেষে দাফন কাজে ব্যস্ত হয়ে পড়েন। এসময় স্থানীয় সূত্রে বিষয়টি থানা পুলিশ জানতে পারে। পরে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। যেখানে মৃত আনিসের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুই ছেলে জাহিদ ও রাকিবকে আটক করা হয়।

এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা