মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৬
শিরোনাম :
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত মেহেরপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন গাংনী বাজারে মোবাইল কোর্ট পরিচালানায়- কশাইকে আর্থিক জরিমান তালতলীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা: সাংবাদিকসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বিয়ে করলেন ঘন কুয়াশায় মহাসড়কে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫

বরিশালের হিজলা উপজেলায় দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু, ২ ভাই আটক

মুলাদী প্রতিনিধিঃ

বরিশালের হিজলা উপজেলার মাউলতলা গ্রামে বাবাকে হত্যার অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। পাশাপাশি শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নিহত আনিস হাওলাদারের (৬৫) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ না দেওয়া হলেও আটক দুই ভাই জাহিদ (৩৩) ও রাকিবের (২০) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার।

তিনি জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে জাহিদ ও রাকিবের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে মারামারিতে রূপ নেয়। এসময় তাদের বাবা দিনমজুর আনিস মারামারি থামাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন এবং কিছু সময় পর অসুস্থ হয়ে পড়েন। পরে রাতেই তার মৃত্যু হয়।

অসীম কুমার জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে সন্তানরা মরদেহের জানাজা শেষে দাফন কাজে ব্যস্ত হয়ে পড়েন। এসময় স্থানীয় সূত্রে বিষয়টি থানা পুলিশ জানতে পারে। পরে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। যেখানে মৃত আনিসের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুই ছেলে জাহিদ ও রাকিবকে আটক করা হয়।

এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা