বিশেষ প্রতিনিধি ( মোঃ ওবায়দুর রহমান মামুন)ঃ
কড়াইতলা নদ নদী থেকে বালু উওোল নদীর পাড়ে কার্গো লাগিয়ে বলু খালাস ও বেকু রাখার কারনে নদী ভাঙন দেখা দিলে হুমকির মুখে সাহেবেরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ। বিগত দিন থেকে নদীর পাড়ে বালুর ব্যাবসা ও মাঝে মাঝেই নদ থেকে বালু উওোলনে কলেজটি ঝুঁকি রয়েছে চরমে। কলেজ কর্তৃপক্ষর দাবী মতে বলু ব্যাবসায়ি ও বেকু মালিকদের একাধিক বার বারন করা হলেও কর্ণপাত করছে তারা। খোঁজ খবর নিয়ে যতটুকু জানাগেছে, কলেজ থেকে উওরে মাএ এিশ ফুট দুরে নদী। কলেজ কর্তৃপক্ষর ভাস্যমতে এ ভাবে যদি বালু উওোলন বেকু ওঠানামা কার্গো থেকে বালু খালাস বন্ধ না করা যায় তাহলে কলেজটি নদী গর্ভে বিলিন হয়েযেতে পারে। এ ব্যাপারে অধ্যাক্ষ মোঃ মশিউর রহমান বলেন, আমি বার বার বারন করলেও তাদের তোপের মুখে পরতে হচ্ছে। অধ্যাক্ষ আরো বলেন আমি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড কে লিখিত ভাবে জানিয়েছি। এ ব্যাপারে যতযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে কলেজ কর্তৃপক্ষ