রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৭
শিরোনাম :
ফাঁদ পেতে কুমির ধরলেন মানিকগঞ্জের এলাকাবাসী গাজার মসজিদগুলো দোয়া-মোনাজাত ও তাকবির ধ্বনিতে মুখর সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশনা; ওষুধ প্রশাসন অধিদপ্তর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নলছিটিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  নলছিটিতে বাস-অটোরিকশা ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত: ১ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ বাংলাদেশ সেনাবাহিনী বরিশাল সদর ভূমি অফিসের চেইনম্যান মনির হোসেনের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ গাজীপুরে রেলের জমি থেকে অবৈধ শতাধিক দোকান-ঘর উচ্ছেদ পাঁচ দফা মেনে নিন, না হলে ১১ নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে; জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল প্রধান উপদেষ্টার কাছে নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল পল্টন

মুলাদী উপজেলায় আভাস এর নারী ও শিশু নির্যাতনের বিরোধী প্লাটফম সদস্যদের শেয়ারিং সভা অনুষ্ঠিত

মুলাদী প্রতিনিধিঃ

নারী ও শিশু নির্যাতনের কোন ক্ষম্ ানেই ও বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় বিষয়ক আভাস এনজিও উদ্যোগে মুলাদী উপজেলার প্লাটফম সদস্যদের শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় মুলাদী উপজেলার বি আর ডি পি হলরুমে প্লাটফর সদস্যদের শেয়ারিং সভায় সভাপতি করেন নারী নেতৃ কার্নিজ ফাতেমা। এসময় উপস্থিত ছিলেন আভাস এনজিও এর জি ভি ও নাছরিন খানম, মুলাদী উপজেলা প্লাটফর্ম এর সদস্য সচিব আর ডি ও সিদ্দিকুর রহমান, প্লাটফর্ম এর সদস্য মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন, সদস্য খান কবির, সদস্য সাংবাদিক রেজা হাওলাদার, সাংবাদিক মোশারফ হোসেন, সদস্য ৭নং কাজিরচর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা খাদিজা বেগম, সদস্য সমাজ সেবক আশিকুর রহমান সহ প্লাটফর্ম সদস্য গন। সকলেই নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধে করনিয় বিষয়ে আলোচনা করা হয়েছে। যে স্থানে নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিবাহ হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধের মাধ্যমে দেশ থেকে একসময় নারী ও শিশু নির্যাতন সহ বাল্য বিবাহ বন্দ হয়ে যাবে এই সেøাগানকে সমানে একটি কর্মপরিকল্পনা তৈরি। প্লাটফর্ম সদস্যদের শেয়ারিং সভা আভাস এর আয়োজন এবং ইউএসএআইডি ও ইউকে এড অর্র্থায়নে কাউন্টার পার্ট এর কারিগড়ি সহযোগিতায় নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ প্রতিরোধ প্লাটফর্ম শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা