মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শফিক-উজ্জ-রুবেল কাছে দৈনিক আজকের বরিশাল এর মুলাদী প্রতিনিধি রেজা হাওলাদারকে প্রকাশ্যে দিবালোকে ২০/২৫ জননেতাকর্মীর সামনে এবং মুলাদী ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন এর উপস্থিতিতে লাঞ্জিত করে এবং জীবন নাশের হুমকি প্রদান করেন। জানা যায় গতকাল দুপুর আনুমানিক দের টার সময় সরকারী মুলাদী কলেজে মেইন গেইটের সামনে এবং কলেজ গেইটের সামনে থাকা রিলেশন সুপার সপ এর সামনে চলাচলের রাস্তার উপর মেয়র শফিক উজ জামান রুবেল সাংবাদিক রেজা হাওলাদার এর সাথে অশালীন ভাষায় গালিগালাজ সহ জীবন নাশের হুকমী এবং মামলার ভয় দেখান। এ বিষয় মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমার সাথে ২/৪ জন সাংবাদিক থাকতে পারে সেই সাংবাদিকদের কিছু বলা মানে তো আমাকে বলা। তবে সাংবাদিক রেজা হাওলাদারকে মেয়র রুবেল যে আচরন করেছেন, মেয়র এর বুঝা উচিত ছিল মেয়র এর একজন কর্মীর গায়ে হাত দেওয়া মানে মেয়র এর গায়ে হাত দেওয়া সমান। তবে এ বিষয়টি সরকারী মুলাদী কলেজের ও রিলেশন সুপার সপ এর সিসি ক্যামেয়ায় ধারন করা আছে। এ সংবাদ লেখা পর্যন্ত মেয়র রুবেল এর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করার প্রস্তুুতি চলছে। এ বিষয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জ বলেন আমি নিজে তদন্ত পূর্বক সাধারণ ডায়েরী আমলে নিব।