শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:৩২
শিরোনাম :

রাজধানীর গেন্ডারিয়ায় গামা সন্ত্রাসী বাহিনীরা পূর্বের শত্রুতার জেরে দোকান ভাংচুর ও লুট ততপর থানা অভিযোগ (ভিডিও )

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার রাজধানীর গেন্ডারিয়া থানাধীন জমি ও জমা নিয়ে বিরোধথাকায় পূর্বের শত্রুতার জেরে গামা মিয়ার সন্ত্রাস বাহীনীর দোকা লুট তত:পর থানায়অভিযোগ। গত ০৮/১২/২০২০ইং তারিখ রোজ মঙ্গলবার বেলা আনুমানিক ১২ ঘটিকায় সময় গেন্ডারিয়া থানাধীন ১০৮, এস.কে দাস রোড এই ঘটনা ঘটে। এই ঘটনার মূল সন্ত্রাস গামা মিয়া (৫৫) মোঃ সুরুজ মিয়া @ এসএম সুরুজ (৪৫) উভয় পিতাঃ মৃত চান মিয়া, উভয় সাং- ১০৮ এস.এক রোড, থানা গেন্ডারিয়া, জেলাঃ ঢাকা। মোঃ রাজু আক্তার জনির সাথে দীর্ঘদিন সম্পত্তি নিয়ে বিরোধ চলিয়া আসছে। জনি গেন্ডারিয়া থানায় ইতিপূর্বে একটি সাধারন ডায়েরী করেন সন্ত্রাসীদের বিরুদ্ধে। যাহার জিডি নং- ৩৫৩/২০ইং সন্ত্রাসীরা, জনির গেন্ডারিয়া থানাধীন ৯৬ নং এস.কে রোডস্থ একটি লেকট্রনিক্স এন্ড ভ্যারাইটিজ নামক দোকানে ব্যবসা প্রতিষ্ঠান আছে। ঐ প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা রাত ৯টার দিকে ১ ও ২ সন্ত্রাসীসহ ১০/১২ জনির দোকানে প্রবেশ করিয়া জনিকে অকাথ্য ভাষায় গালি-গালিজ করেন এবং জনিকে বলে তুই আমাদের বিরুদ্ধে জিডি করছো থানায় তোকে আমরা জানে মেরে ফেলবে। জনি জবাব দেওয়ায় জনিকে এলোপাথারি ভাবে মারধর করেন এবং দোকান ভাংচুর করে ও ১,০৫০০০/- (এক লক্ষপাঁচ হাজার) টাকা দোকানের ক্যাশ থেকে ছিনিয়ে নিয়ে যায় এবং ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকার মালামাল ক্ষতি সাধন করেন। জনি ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন জরো হয় সন্ত্রাসীরা জনিকে প্রান নাশের হুমি দিয়ে চলে যায়। সূত্রে জানাযায় গামা মিয়া সন্ত্রাস বাহিনী পূর্ব থেকেই গেন্ডারিয়া এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জরিত। এদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক অভিযোগ আছে।প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছে। কোন ভূমিকা নেই প্রসাশনের ।গামা সন্ত্রাসী বাহিনীর অত্মাচারে একালাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গামা সন্ত্রাসী বাহিনী মাদকসহ নারী বানিজ্যের সাথে জরিত আছেন। এদের বিরুদ্ধে যদি কেউ মুখখোলে তাহলে তাদের মিথ্যা মামলা হামলা, বাড়ী-ঘর লুটপাট ভাংচুর, প্রান নাশের হুমকিসদেয়। একাধিক ভুক্তভুগি বক্তব্য পাওয়া যায় যাহা নাম প্রকাশেঅনিচ্ছুক। গত ০৮/১২/২০২০ইংতারিখ রোজ মঙ্গলবার জনির দোকান পাট লুট ও হামলা করায় জনি বাদী হয়ে গেন্ডারিয়া থানায় একটি অভিযোগ করেন। জনিকে অভিযোগ ও জিডি উঠানের জন্য একাধিক সন্ত্রাসী দিয়ে হুমকি দেয়। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছেন জনি। এ বিষয়টি নিয়ে গেন্ডারিয়া থানায়,ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠো আলাপ কালে তিনি বলেন অভিযোগ পেয়েছি সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্যাস দেয়। অন্যদিকে দিকে দোকান ভাংচুর ও লুট সন্ত্রাসীদের আইনে আওতায় আনার জন্য দাবী যানায় একাধিক ব্যবসায়ীরা। (বিস্তারিতআসছে……………)

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা