সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৩
শিরোনাম :
রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত মেহেরপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন গাংনী বাজারে মোবাইল কোর্ট পরিচালানায়- কশাইকে আর্থিক জরিমান

করোনায় জাপানের পর্যটনখাতে রেকর্ড ধস!

অনলাইন ডেস্ক::

জাপান এশিয়ার অন্যতম উন্নত ও ধনী দেশ। ইতিহাস ঐতিহ্যেও দেশটির সমৃদ্ধি কম নয়। আছে প্রাকৃতিক ও ঐতিহাসিক নানা দর্শনীয় স্থান। দেশটির নানা পদের খাবারের বৈচিত্র্যও আকর্ষণ করে পর্যটকদের। এসব কারণে এশিয়া তো বটেই বিশ্বের অনেক দেশের পর্যটকদের ভ্রমণে পছন্দের গন্তব্য জাপান। দেশটিতে বিদেশি পর্যটকদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছিল। কিন্তু করোনা মহামারির ধাক্কায় গেল বছরের এপ্রিল মাসের পর থেকেই ভ্রমণ নিষেধাজ্ঞা এবং পরবর্তীতে স্বাস্থ্যবিধির কারণে চলাচলে কড়াকড়ি আরোপের পর কমতে থাকে পর্যটকদের আনাগোনা।

এছাড়া সম্ভাব্য পর্যটকরা তাদের দেশেও অনেকটা ঘরবন্দী সময় কাটিয়েছেন বছরব্যাপী। চরমভাবে যার প্রভাব পড়ে জাপানের পর্যটন খাতে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির প্রতিবেদনে সে তথ্যই তুলে ধরা হয়েছে।

সম্প্রতি জাপানের ট্যুরিজম সংস্থার এক পরিসংখ্যানে দেখা যায়, বিদায়ী ২০২০ সালে জাপানে পর্যটক কমেছে ৮৭ শতাংশের ওপর। পর্যটনখাতে যা দেশটির ৫৬ বছরের ইতিহাসে সর্বনিম্ন মন্দা। সংস্থাটির তথ্যমতে, গেল বছর জাপানে মোট বিদেশি পর্যটকের সংখ্যা ছিলো ৪১ লাখের মতো। যেখানে আশা করা হচ্ছিল ২০২০ সালে দেশটিতে  মোট পর্যটক আসবে ৪ কোটি।

রাজধানী টোকিওর একটি বিখ্যাত অভিজাত শপিং মল জিংঝা সিক্সমলে আন্তর্জাতিক ব্র্যান্ডসহ বড় বড় ১৫টি দোকান গত কয়েকদিন ধরে বন্ধ রাখা হয়েছে। বিদেশি পর্যটকদের তেমন একটা দেখা না পাওয়ায় তাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে বলে জানানো হয়।

করোনা ভাইরাস সংক্রমণের বিস্তাররোধে গত বছরের মে মাসে সরকারের জারি করা নিষেধাজ্ঞায় বিদেশি পর্যটক সংখ্যা নেমে আসে মাত্র ১ হাজার ৬৬৩ জনে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৯ দশমিক ৯ শতাংশ কম। এমনকি বছরের শেষদিকে ডিসেম্বর মাসেও পর্যটক সংখ্যা বেড়ে দাড়ায় মাত্র ৫৯ হাজারে। যা আগের বছরের একই সময়ের তুলনায় কম ছিল ৯৭ দশমিক ৭ শতাংশ।

জাপানের পর্যটন সংস্থার পরিসংখ্যান বলছে, সব মিলিয়ে টানা ১৫ মাস ধরে জাপানে পর্যটক সংখ্যা কমছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা