সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৬
শিরোনাম :
রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত মেহেরপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন গাংনী বাজারে মোবাইল কোর্ট পরিচালানায়- কশাইকে আর্থিক জরিমান

মিয়ানমারে ধরপাকড়, জানা যাচ্ছে না সু চির অবস্থান

অনলাইন ডেস্ক::

মিয়ানমারে সামরিক অভ্যত্থানকে কেন্দ্র করে রাজধানী নাইপিদোতে ব্যাপক ধরপাকড় চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দেশটির পার্লামেন্ট সদস্য ও বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টদের তাদের বাসভবন থেকে আটক করার খবর পাওয়া গেছে। তবে, আটক করে কোথায় নিয়ে রাখা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে আটককৃত সরকারের শীর্ষ কর্মকর্তাদের খোলা আকাশের নিচে স্থাপিত অস্থায়ী বন্দিশালায় রাখা হয়েছে বলে একাধিক সূত্রের বরাতে জানিয়েছে গণমাধ্যমগুলো। এদিকে, গ্রেফতারের একদিন পেরিয়ে গেলেও সু চিকে কোথায় রাখা হয়েছে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি মিয়ানমার সেনাবাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক সু চির দল এনএলডি’র এক সংসদ সদস্য জানান, প্রেসিডেন্ট ও স্টেট কাউন্সিল অং সান সুচিকে গৃহবন্দি করা হয়েছে।

তার বরাতে বিবিসি জানিয়েছে, ‘আমাদের চিন্তিত না হতে জানানো হয়েছিল। তাকে আটকে খুবই উদ্বিগ্ন।

শুধু সু চি নন, রাজধানী নাইপিদোতেও তার ঘণিষ্ঠ আইনপ্রণেতাদেরও গৃহবন্দি রয়েছেন। এটিকে উন্মুক্ত কারগার বলে অবিহিত করেছেন দলের আরেক।

সোমবার মিয়ানমারে গণ্ডগোলের পরপরই এক চিঠিতে জনগণকে রাস্তা নেমে সামরিক অভ্যূত্থানের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানান সু চি। কিন্তু তার আগেই গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে শক্ত অবস্থানে সেনা সদস্যরা। রাতে কারফিও থাকায় রাস্তায় নামার কোন সুযোগ নেই তার সমর্থকদের।

দেশটিতে সদ্য সমাপ্ত নির্বাচনে ক্ষমতাসীন এনএলডি বিপুল ভোটে জয়ী হলে, নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শীর্ষ কর্মকর্তাদের আটক করে আগামী এক বছরের জন্য ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয় মিয়ানমারের সেনাবাহিনী।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা