অনলাইন ডেস্ক::
পাকিস্তানের পার্লামেন্টে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি ও বিরোধী দলের সাংসদদের ভেতর বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমার আইয়ুবকে বিরোধীদলীয় এক পার্লামেন্ট সদস্য তার বিরুদ্ধে নির্বাচনে লড়াই করার চ্যালেঞ্জ জানালে এই হাতাহাতি শুরু হয়। এ সময় বিরোধীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানবিরোধী স্লোগান দিতে থাকে। পরে পাকিস্তান পার্লামেন্টের ডেপুটি স্পিকার অধিবেশন মুলতবি করেন।
পাকিস্তানে গত বছর থেকে ইমরান খান সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। ইমরান খানকে গত ৩১ জানুয়ারির মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছিলেন বিরোধীরা।