অনলাইন ডেস্ক::
যুক্তরাষ্ট্রের তুষারপাত এখনও অব্যাহত। আবহাওয়া সংস্থা জানায়, মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) নাগাদ যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি প্রদেশে তুষারপাত আগের চেয়ে ৭.৬ সেন্টিমিটার বাড়তে পারে।
ইতোমধ্যেই বিশেষজ্ঞদের পরামর্শে সোমবার থেকেই ইন্ডিয়ানার পূর্ব-মধ্য ও দক্ষিণাঞ্চল, উত্তর কেন্টাকি ও ওহাইয়োর মধ্য ও পশ্চিমাঞ্চলে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।
ভারী তুষারপাতের ফলে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যাচ্ছে, বরফে ঢেকে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
ইউরোপে তুষারপাতের ভয়াবহ অবনতি হয়েছে। ইউরোপের চেক রিপাবলিক রাজ্যের প্রাগ শহরে সূর্যোদয়ের আগে থেকে শুরু হওয়া তুষারপাত ১৫ সেন্টিমিটার হওয়ার পর থেমেছে।
রাস্তাঘাটে কোনো ধরনের যানবাহন চোখে পড়েনি। উৎসুক মানুষ ছবি তোলে, বরফে স্কি করার মাধ্যমে উপভোগ করছেন।
ইউরোপের আরেক দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসও তুষারপাতের কবলে পড়েছে। এমনকি রাজপ্রাসাদসহ স্মৃতিস্তম্ভগুলোও বরফে ঢেকে গেছে।ইউরোপের মধ্য ও উত্তরাঞ্চলে ভারী তুষারপাতের ফলে তাপমাত্রা ব্যাপক হ্রাস পাওয়ায় শীতের প্রকোপও বেড়েছে।
নেদারল্যান্ডসে ধুলাবালির মতো বরফ বাতাসে ভাসছে। তীব্র তুষারপাতের ফলে পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটির প্রায় ১২টি বিমান চলাচল স্থগিত করা হয়েছে।
দূর-পাল্লার রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া সংস্থা বাইরে বের না হতে এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।