সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৫
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

নদীতে সোনার স্রোত! (ভিডিও)

অনলাইন ডেস্ক::

নদী দিয়ে বয়ে যাচ্ছে তরল সোনার স্রোত। পানির সাথে মিশে গিয়ে সোনার আলোর উজ্জলতা ছড়াচ্ছে।

নাসার ‘আর্থ অবজারভেটরি’র ওয়েবসাইটে এই ছবি প্রকাশ করা হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ৩৭০ কিলোমিটার উপর থেকে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করার সময় এই তাক লাগানো ছবি তুলেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)।

ছবিতে নদীগুলো দেখে মনে হচ্ছে ‘তরল সোনার নদী’। এটি দক্ষিণ আমেরিকার পেরুর আমাজন নদী থেকে তোলা হয়েছে।

মহাকাশ স্টেশন থেকে পেরুর আমাজন বনাঞ্চলের যে অংশের (পেরুর ‘মাদ্রে দ্য দিয়স’ প্রদেশে) ছবি তোলা হয়েছে, সেই জায়গাটি মূলত সুউচ্চ পাহাড়ি এলাকা। সেখানে রয়েছে প্রচুর সোনার খনি। সেই খনিগুলি থেকে চোরাকারবারিরা লুকিয়ে লুকিয়ে বহু দিন ধরেই সোনা তুলে চলেছে বলে নাসার তরফ থেকে জানানো হয়েছে।

এই খনিগুলোতে চোরাকারবারিরা সোনা তুলতে গিয়ে লাগোয়া নদী থেকে পানি ঢুকিয়ে ফেলেছে। মিশে গেছে নদীর পলিমাটি। সেই কাদা পানির স্রোতে মিশে থাকছে প্রচুর স্বর্ণকণিকা।

নাসার আর্থ অবজারভেটরির তরফ থেকে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাস্টিন উইলকিনসন লিখেছেন, ‘ওই পানির উপরে সূর্যের আলো পড়ে প্রতিফলিত হয়েছে। এ কারণে মহাকাশ স্টেশন থেকে তোলা ছবিতে মনে হচ্ছে যেন তরল সোনার স্রোত বয়ে যাচ্ছে নদীগুলোতে।’

উইলকিনসন জানিয়েছেন, পেরুর মাদ্রে দ্য দিয়স প্রদেশের ওই এলাকায় রয়েছে প্রচুর সোনার খনি রয়েছে। সেই খনিগুলো থেকে সোনা তোলার কাজে অন্তত ৩০ হাজার মানুষ জড়িত। নদীর পানিতে খুঁজে খুঁজে স্বর্ণকণিকাগুলোকে আলাদা করতে গিয়ে পারদ ব্যবহার করছেন সোনাচক্রে জড়িতরা। তার ফলে নদীর পানিগুলি বিষিয়ে যাচ্ছে। যা স্থানীয় মানুষের পক্ষে হয়ে উঠছে রীতিমতো বিপজ্জনক।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা