সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৮
শিরোনাম :

নাসার ছবিতে আমাজনে ‘স্বর্ণের নদী’

অনলাইন ডেস্ক::

মহাকাশ থেকে নাসার তোলা ছবিতে পেরুর আমাজন বনের গহিনে থাকা ‘স্বর্ণের নদীর’ দৃশ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার ধারণা, এটি আসলে পাহাড়ের বুকে খোঁড়া অবৈধ স্বর্ণের খনির ছবি। আমাজন বনাঞ্চলে স্বর্ণের জন্য কতটা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলছে, নাসার ওই ছবিতে তা আরও স্পষ্ট হয়েছে।

বিবিসি বলছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নাসার একজন নভোচারী গত ডিসেম্বরে ওই ছবিগুলো তোলেন। এমনিতে ওই খনিগুলো স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু ঘটনাচক্রে রোদ প্রতিফলিত হওয়ায় ছবিতে তা উজ্জ্বল রূপ নিয়ে ফুটে উঠেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, পেরু লাতিন আমেরিকার সবচেয়ে বড় স্বর্ণ রফতানিকারক দেশ। আর মাদ্রে দ্য দিয়স অঞ্চলে প্রচুর স্বর্ণের খনি রয়েছে, যেগুলো সরকারের নিয়ন্ত্রণের বাইরে। স্বর্ণ সন্ধানীদের খোঁড়াখুঁড়ির কারণে আমাজনের ওই অঞ্চলে বন উজার হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য।

পাহাড়ের বুকে পুরনো নদী খাতে বিভিন্ন খনিজ উপাদান জমা হয়। সেই পথ ধরে স্বর্ণ খুঁজতে গিয়ে যে খনন চালানো হচ্ছে, তাতে পানি ঢুকে তৈরি হয়েছে শত শত ডোবা।

২০১৯ সালের জানুয়ারির এক গবেষণার বরাত দিয়ে বিবিসি লিখেছে, স্বর্ণ সন্ধানীদের এই তৎপরতার কারণে তার আগের বছর পেরুর আমাজনে ২২ হাজার ৯৩০ একর বনভূমি ধ্বংস হয়েছে।

 

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা