মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৩
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

অনলাইন ডেস্ক::

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ১০ জুন নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদশে বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের উপস্থিতিতে এক সভায় এই ভর্তি পরিক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।

এ বিষয়ে সভা শেষে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম গণমাধ্যমকে বলেন, বুয়েটে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ জুন আয়োজন করা হবে। গুচ্ছ পদ্ধতিতে না আসায় আলাদাভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করবে তারা।

তিনি আরো বলেন, ১০ জুন বুয়েটের পরীক্ষা থাকায় গুচ্ছ পদ্ধতিতে রুয়েট, চুয়েট ও কুয়েটের ভর্তি পরীক্ষা ১২ জুন নির্ধারণ করা হয়েছে। এ দিন এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবেদনকারীদের ভর্তি পরীক্ষা নেয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২১, ২২, ২৭ ও ২৮ জুন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ১৮ জুন পর্যন্ত ভর্তি পরীক্ষা নেয়া হবে।

এসব বিশ্ববিদ্যালয়ে আগামী এপ্রিল থেকে জুন পর্যন্ত ধাপে ধাপে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে জুনের শেষ দুই শনিবার এবং জুলাইয়ের প্রথম দুই শনিবার বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার পরীক্ষা হবে। গুচ্ছভুক্ত সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ মে।

এছাড়া গুচ্ছভুক্ত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ১৮ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২৭ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪ ও ৫ জুন পরীক্ষা আয়োজন করা হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা