অনলাইন ডেস্ক::
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে আগামী এপ্রিল থেকে জুন পর্যন্ত ধাপে ধাপে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদশে বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও চুয়েট ভিসি অধ্যাপক ড. মো. রফিকুল আলম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সংবাদমাধ্যমকে বলেন, সভায় প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে আগামী এপ্রিল থেকে জুন পর্যন্ত কয়েকটি ধাপে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। পরিষদের সভায় সব উপাচার্যের উপস্থিতিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পায় সেজন্য একটির সঙ্গে অপর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় আলাদা করা হয়েছে। আজকে শুধু দিন নির্ধারণ করা হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়গুলো নির্ধারিত সময়ের মধ্যে তাদের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ অনুযায়ী কিভাবে পরীক্ষা নেবে সেটি নির্ধারণ করবে। এরপর পরিষদের আরেকটি সভায় তা চূড়ান্ত করা হবে।
চলুন এক নজরে দেখে নিন কোন বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি পরিক্ষা অনুষ্টিত হবে-
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামি ২১ মে ‘ক’ ইউনিটের পরীক্ষা মাধ্যমে শুরুর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ মে, ‘গ’ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
গুচ্ছ ২০ বিশ্ববিদ্যালয়
গুচ্ছভিত্তিক ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামি ১৯ জুন কলা বিভাগের পরিক্ষা দিয়ে শুরু হবে। এতে অংশগ্রহণ করবে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) ২০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরের শনিবার (২৬ জুন) বাণিজ্যের ও ১০ জুলাই (শনিবার) বিজ্ঞান বিভাগের পরিক্ষার মাধ্যমে মোট তিনটি ইউনিটের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে অন্য বিশ্ববিদ্যালয়গুলো সঙ্গে এ তারিখ সমন্বয় করা হবে। এছাড়া ইউনিটের তারিখ ঠিক করতে আরেকটি বৈঠকে তা ঠিক করা হবে।
গুচ্ছতে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন সময় নেওয়া হয়েছে। একদিন বাড়তি রাখা হয়েছে। অন্য কোনো ইউনিভার্সিটি যদি এই চারদিনের কোনো একদিন ভর্তি পরীক্ষা নেয় তাহলে বিকল্প তারিখে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই ধাপে ভর্তি পরীক্ষা আয়োজন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রাথমিকভাবে আবেদন করা শিক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে। বুয়েটের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে ২৮ মার্চ। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে ১০ জুন।
১২ জুন রুয়েট, চুয়েট ও কুয়েটে গুচ্ছুতে ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ১৮ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২৭ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪ ও ৫ জুন পরীক্ষা আয়োজন করা হবে।
কৃষি বিশ্ববিদ্যালয়
আগামী ২৯ মে দেশের ৭টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আগামী ৩ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। চলবে ২০ জুন পর্যন্ত। এ বিষয়ে চুয়েট ভিসি বলেন, আগামী ৩ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। ২০ জুন পর্যন্ত চললেও শুধুমাত্র ১৯ জুন তারা কোন পরীক্ষা নিতে পারবে না।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুন নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
তবে জাতীয় বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। শিগগিরই এ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে।