শুক্রবার, ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৫০
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

অসহায় বৃদ্ধার পক্ষ নেওয়ায় সন্ত্রাসী হামলার স্বীকার স্বামী-স্ত্রী

মুলাদী প্রতিনিধিঃ

মুলাদীর সিমান্তবর্তী কাজিরহাট হাট থানার আজিমপুরে অসহায় বৃদ্ধার পক্ষ নেওয়ায় স্বামী- স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। মুলাদী হাসপাতালে ভর্তি আহত সূত্রে জানায় গেছে, কাজিরহাট থানার আজিমপুর গ্রামের আঃ রব সিকদার এর পুত্র বাশার সিকদার প্রতিদিনের ন্যায় মুলাদী বন্দরের কর্মস্থল ছেরে স্ত্রী মুন্নি আক্তারকে নিয়ে শশুরবাড়ী যাওয়ার পথে আজিমপুর পৌছালে সেখানে কতিপয় সন্ত্রাসী লোক একজন বৃদ্ধার সাথে খারাপ আচরন করতে দেখে বাসার সিকদার নিষেধ করে সেখান থেকে চলে যায়। এঘটনার জের ধরে গত ২৫শে ফেব্রুয়ারী দিবাগত রাত আনুমানিক সাড়ে নয় টায় বাসার সিকদার ও স্ত্রী মুন্নি আক্তার কে জরুরী প্রয়োজনে শশুরবাড়ী যাওয়া পথে পূর্ব পরিকল্পিত ভাবে তাদের উপর দেশিয় অস্ত্রষস্ত্র ও হাতুরি নিয়ে অর্তকিত হামলা চালায় একই গ্রামের মফেজ হাওলাদার পুত্র গাজা সম্রাট হিসেবে পরিচিত সোহেব হাওলাদার, সজিব হাওলাদার, আজিজ হাওলাদার পুত্র জবেদ হাওলাদার ও মফেজ হাওলাদার সহ একদল সন্ত্রাসী। বাসারের স্ত্রী মুন্নি আক্তার প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী গেলে পুনরায় তার উপর হামলা হালায় সেই সন্ত্রাসী বাহীনি। ঘটনার পরপরই স্থানীয় লোকজন গুরুতর আহত কাঠ মিস্ত্রি বাসার সিকদারকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। পরের দিন সকালে বাসার সিকদারের পরিবার কাজিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে কাজিরহাট থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, অভিযোগের ব্যাপারে তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা