শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪০
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জো বাইডেনের দুই লাখ কোটি ডলারের ত্রাণ পরিকল্পনা অনুমোদন

অনলাইন ডেস্ক::

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই করোনাকালীন অর্থনৈতিক সংকট মোকাবিলায় একের পর এক পদক্ষেপ গ্রহণ করে আসছে বাইডেন প্রশাসন। এরই ধারাবাহিকতায় ‘আমেরিকান রেসকিউ প্ল্যান’-এর অংশ হিসেবে করোনাকালীন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মার্কিনদের সহায়তায় এক লাখ ৯০ হাজার কোটি ডলারের জরুরি আর্থিক সহায়তার পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট জো বাইডেন।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শনিবার (২৭ ফেব্রুয়ারি) বাইডেনের ওই ত্রাণ পরিকল্পনা অনুমোদন দেয় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এদিন ২১৯-২১২ ভোটে পাস হয় বহুল আলোচিত এই বিলটি। আর্থিক সহায়তার পাশাপাশি করোনার টিকাদান কার্যক্রম এবং কোভিড পরীক্ষার গতি আরও বাড়ানোর বিষয়েও উল্লেখ রয়েছে বিলটিতে।

তবে, বিলটিকে অনেক বেশি ব্যয়বহুল উল্লেখ করে এর বিপক্ষে ভোট দিয়েছেন দুই ডেমোক্র্যাট আইনপ্রণেতাও। যদিও আর্থিক সহায়তার পাশাপাশি সর্বনিম্ন মজুরি বাড়ানোর পক্ষে মত দেন অধিকাংশ ডেমোক্র্যাট আইনপ্রণেতা।

এদিকে প্রতিনিধি পরিষদে বিলটি পাসের পর হোয়াইট হাউসে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ দীর্ঘদিন সীমাহীন কষ্টে দিন পার করছেন। এ অবস্থায় অপচয় করার মতো সময় হাতে একদম নেই উল্লেখ করে, যতদ্রুত সম্ভব বিলটি কার্যকরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিলটির চূড়ান্ত অনুমোদনে আগামী সপ্তাহে এটি উচ্চকক্ষ সিনেটে তোলা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে, সিনেটে বর্তমানে দুই দলের মধ্যে সমতা বিরাজ করায়, বিলের চূড়ান্ত অনুমোদন পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা