অনলাইন ডেস্ক::
নতুন দল গঠনের সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন দল গঠনের সংবাদ ভুয়া বলেও দাবি করেন তিনি। রোববার (২৮ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে এ দাবি করেন।
ক্ষমতা ছাড়ার পর প্রথমবারের মতো ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রিপাবলিকান দলকে আরো ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন ট্রাম্প।
তিনি আরো বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে আরো বেশি শক্তিশালী হবে তার দল। ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়েরও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।