অনলাইন ডেস্ক::
মিয়ানমারে জান্তা সরকারের দমন-পীড়ন রুখতে কার্যকরী ব্যবস্থা হিসেবে চীনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সংবাদমাধ্যম আল-জাজিরার জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতর থেকে নতুন করে আবারও এ আহ্বান জানানো হলো।
এর আগে বাইডেন প্রশাসন অভিযোগ করে, চীনের মদদেই শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী।
বিশ্বব্যাপী চাপের মুখে চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশটির সংকট সমাধানে চেষ্টা চলছে আলোচনার। আর সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।
দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নেয়া সাধারণ মানুষকে যেমন নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে তেমনি সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদেরও ব্যাপক ধরপাকড়ের শিকার হতে হচ্ছে, যা নিয়ে নিজেদের আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ। এরই মধ্যে মিয়ানমারের জান্তাবিরোধী বিক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে থাইল্যান্ডে।