সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৬
শিরোনাম :

মিয়ানমার সেনা পরিচালিত ৫ চ্যানেল বন্ধ করল ইউটিউব

অনলাইন ডেস্ক::

মিয়ানমারে সামরিক বাহিনী পরিচালিত পাঁচটি ইউটিউব চ্যানেল সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (৫ মার্চ) কমিউনিটি গাইডলাইনের আওতায় ইউটিউব এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

চ্যানেলগুলো হলো- স্টেট নেটওয়ার্ক, এমআরটিভি (মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশন), সেনাবাহিনী পরিচালিত মায়াবতী মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি এবং এমডব্লিউডি মিয়ানমার।

ইউটিউবের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, ‘ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং প্রযোজ্য আইন অনুযায়ী ওইসব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে।’

এদিকে, ‘ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার’ অজুহাত দেখিয়ে শুক্রবার থেকে মিয়ানমারের সর্বত্র বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে সেনা শাসনের অবসানের দাবিতে চলমান আন্দোলনে এখন পর্যন্ত প্রায় ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা