বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৯
শিরোনাম :

মুলাদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নে সাবেক বাহাল ৫, নাজিরপুরে পরিবর্তন

মুলাদী প্রতিনিধিঃ
আগামী ১১ই এপ্রিল মুলাদী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হয়েছেন মুলাদী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামরুল আহসান, কাজিরচর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, চরকালেখান ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মহসনি উদ্দিন খান, সফিপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু মুসা হিমু মুন্সি, গাছুয়া ইউনিয়নে সাবেক নৌকার মাঝি জসিম উদ্দিন, নাজিরপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান শরীফ।
এদের মধ্যে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা মার্কায় নির্বাচন করেছিলেন, ৫জন এবং নাজিরপুর ইউনিয়ন নতুন করে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মজিবর রহমান শরীফ।
মনোনয়ন চুরান্ত হওয়ার ঘোষনা এলাকায় ছড়িয়ে পরলে মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকরা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরন্ত শেখ হাসিনা, দক্ষিন বাংলার আওয়ামী রাজনীতির অভিভাবক, পার্বত্য শান্তিচুক্তির রুপকার, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, মন্ত্রি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, যুবরতœ সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ সহ মুলাদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আঃ বারী ও সাধারন সম্পাদক, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে অভিনন্দন জানিয়েছেন।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা