অনলাইন ডেস্ক::
মহামারি করোনায় বিপর্যস্ত ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, একদিনেই এক লাখের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ভারতে; যা এ যাবৎকালে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ তিন হাজার ৫৫৮ জন। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। গতকাল রোববার প্রদেশটিতে ৫৭ হাজার ৭৪ জন আক্রান্ত হয়েছেন। মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ। মহারাষ্ট্রে ইতিমধ্যেই লকডাউন চলছে।
ওয়ার্ল্ডওমিটারের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে এক লাখ তিন হাজার ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৭৭ জন। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন এক লাখ ৬৫ হাজার ১৩২ জন।