বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৯
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ভারতে করোনা পরিস্থিতি আরও খারাপ করবে কুম্ভমেলা

অনলাইন ডেস্ক::

ভারতের হরিদ্বারের কুম্ভমেলাকে করোনার ‘সুপার স্প্রেডার’ বলা হলেও নির্দিষ্ট সময় পর্যন্ত মেলা চালিয়ে যেতে অনড় কর্তৃপক্ষ। আয়োজন সংক্ষিপ্তের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। করোনায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা এ দেশটিতে গত একদিনে আক্রান্ত হয়েছেন ২ লাখ মানুষ। মারা গেছেন এক হাজারের বেশি। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অবস্থা আরো ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন প্রায় সাড়ে তিন হাজার।

মহারাষ্ট্রে কার্যত লকডাউন। দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন শহরে কারফিউ। ব্যতিক্রম শুধু হরিদ্বার। কুম্ভ মেলায় পুণ্যস্নানে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ। করোনা স্বাস্থ্যবিধি মানার নেই কোনো বালাই। সরকারি হিসেবে হরিদ্বারে দুই দিনে করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার মানুষ। তারপরও ভিড় কমানোর কোনো চেষ্টা নেই।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরাথ সিং রাওয়াত বলেছেন, মানুষের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ, তাই বলে ধর্মকে অবহেলা করা যাবে না। অথচ এর আগে দিল্লিসহ বিভিন্ন শহরে দুর্গাপূজার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ঈদ উদযাপন করতে হয়েছে ঘরে বসে। অধিকাংশ ধর্মীয় উৎসব পালন করা হয়েছে একইভাবে।

করোনার প্রথম ঢেউয়ে সময় দিল্লির নিজামুদ্দিনে মুসলিমদের ধর্মীয় সম্মেলনকে দায়ী করা হয়েছিল। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। তাহলে কুম্ভের ক্ষেত্রে কেন অন্য নীতি নেওয়া হলো? এমন প্রশ্নে মুখ্যমন্ত্রী রাওয়াত বলেছেন, কুম্ভের সঙ্গে নিজামুদ্দিনের ঘটনার কোনো তুলনা চলে না। নিজামুদ্দিনে এসেছিলেন মূলত বিদেশিরা। আর কুম্ভে গেছেন দেশের মানুষ। এর সঙ্গে মানুষের ধর্মীয় আবেগ জড়িয়ে আছে। কুম্ভমেলা কোনোভাবেই সংক্ষিপ্ত করা হবে না বলে এরই মধ্যে সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

যদিও মহারাষ্ট্র সরকার এরই মধ্যে জানিয়েছে, কুম্ভ ফেরতরা সংক্রমণ আরো বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, কুম্ভের কারণে করোনা ভয়ংকরভাবে বেড়ে যেতে পারে। আক্রান্তের দিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে ভারত। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে বহু মানুষ। গত একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছে দুই লাখের মতো। আর মারা গেছেন এক হাজারের বেশি।

এদিকে, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের পরিস্থিতি আরো ভয়াবহ। কোনোভাবেই দেশটিতে লাগাম টানা যাচ্ছে না কোভিড উনিশের। দেশটিতে গত একদিনে মারা গেছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। আক্রান্ত ৭৫ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা কিছুটা কমলেও বাগে আনা যাচ্ছে না সংক্রমণ। প্রতিদিনই গড়ে আক্রান্ত হচ্ছেন ৭০ হাজারের বেশি। ইউরোপের ফ্রান্সে মৃতের সংখ্যা কমলেও হু-হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। একই অবস্থা জার্মানি ও ইতালির।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা