অনলাইন ডেস্ক::
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার পর আবারও ভারতের বিভিন্ন রাজ্যে তা বাড়তে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসে দেশটিতে আক্রান্তের সংখ্যায় ঊর্ধ্বগামিতা দেখা যাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। এ নিয়ে দেশটি মোট আক্রান্ত হলেন ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জন। ভারতের থেকে বেশি আক্রান্ত হয়েছেন কেবল আমেরিকাতে।
শুক্রবার (১৬ এপ্রিল) দেশটি স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ১৮৫ জনের। এ নিয়ে মোট এক লাখ ৭৪ হাজার ৩০৮ জন মারা গেছে।
দৈনিক সংক্রমণের এ বৃদ্ধি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগী বেড়েছে। এখন ভারতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৪৩ জন। এ সক্রিয় রোগী বৃদ্ধির জেরে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবাতে ঘাটতি তৈরি হচ্ছে। একই শয্যাতে থাকতে হচ্ছে একাধিকজনকে। কেউ কেউ আবার শয্যা না পেয়ে চেয়ারে বসেই চিকিৎসা পরিষেবা নিচ্ছেন হাসপাতালে।