বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৫
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

করোনার ভারতীয় ধরন ছড়িয়েছে অন্য দেশেও

   অনলাইন ডেস্ক::

বছরখানেক ধরে সংক্রমণ এড়িয়ে চললেও করোনা মহামারিতে ফিজির রাজধানী সুভায় এবার লকডাউন ঘোষণা করতে হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) কোভিড-১৯ রোগের ভারতীয় ধরন শনাক্ত হওয়ার পর আক্রান্তের ‘সুনামির’ আশঙ্কা করছে প্রশান্ত মহাসাগরীয় দেশটি।

বার্তা সংস্থা এএফপির খবর বলছে, চলতি মাসে নাদি শহরে একটি কোয়ারেন্টিন স্থাপনায় করোনার গুচ্ছ সংক্রমণের আগে ফিজিতে ব্যাপকার্থে কোনো কমিউনিটি সংক্রমণ ছিল না।

স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক স্থায়ী সচিব জেমস ফং বলেন, মঙ্গলবার একটি কোয়ারেন্টিন স্থাপনায় নতুন করে ছয়জন আক্রান্ত হয়েছেন। ভারতে যে টালমাটাল অবস্থা, তাতে করোনার এই ধরনকে হালকাভাবে দেখার সুযোগ নেই।

ফিজিতে কোনোভাবই এই দুঃস্বপ্ন ঘটতে দিতে পারি না বলেও তিনি মন্তব্য করেন।

জেমস ফং বলেন, মহামারির ব্যাপক সংক্রমণ বন্ধে আমাদের হাতে এখনো সময় আছে। কিন্তু সামান্য একটি ভুলে বন্ধু রাষ্ট্র ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অবস্থায় আমাদের নিয়ে যেতে পারে।

কঠোর আইসোলেশন পদক্ষেপে ও সীমান্ত নিয়ন্ত্রণের কারণে ফিজিতে করোনা তেমন প্রাদুর্ভাব ঘটাতে পারেনি।

৯ লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ১০৯টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

কোয়ারিন্টিন স্থাপনায় এক সেনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুচ্ছ সংক্রমণ শুরু হয়েছে। পরে তার স্ত্রীর গায়েও ছড়িয়েছে।

জেমস ফং বলেন, ওই সেনা বিদেশে কর্মরত ছিল। কিন্তু কোয়ারেন্টিন বিধি লঙ্ঘন করে তিনি সবার সঙ্গে মিশে যাওয়ায় এই সংক্রমণ আতঙ্ক তৈরি হয়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য না।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা