নিজস্ব প্রতিবেদক : দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির বরিশাল বিভাগীয় সম্মেলন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সমাবেশ শুরু হয়। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, জয়লান আবেদিন, মেজর(অবঃ) হাফিজ উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন সহ বরিশাল বিভাগের নেতৃবৃন্দ।