বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৩
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

করোনা: এবার মুখে খাওয়ার ওষুধ আসছে

অনলাইন ডেস্ক::

করোনাভাইরাস প্রতিরোধে ওষুধ উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান ফাইজার পরীক্ষামূলকভাবে মুখে খাওয়ার উপযোগী ওষুধ আবিষ্কার করেছে। ওষুধটি এ বছরের শেষদিকে বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) সিএনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা বলেন, যদি ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ হয় এবং ওষুধ প্রশাসন এটিকে অনুমোদন করে তাহলে ওষুধটি এ বছরই সহজলভ্য হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, মুখে খাওয়া ওষুধটি গেম চেঞ্জার হতে পারে। কারণ হাসপাতালের বাইরে নতুন আক্রান্ত লোকেরা তা বাইরে খেতে পারবে। এর জন্য আলাদা করে হাসপাতালে যেতে হবে না।

গবেষকরা আশা করেন, ওষুধটি করোনা বৃদ্ধিরোধে হাসপাতালে রোগীদের ভিড় এড়াতে সাহায্য করবে।

ওষুধ ছাড়াও ফাইজার ভ্যাকসিন এখনও ছয় মাস থেকে ১১ বছর বয়সী শিশুদের ওপর পরীক্ষা করা হচ্ছে।

জনস্বাস্থ্য কর্মকর্তা ও সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, করোনভাইরাস মহামারির অবসান ঘটাতে শিশুদের টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই মাসের শুরুর দিকে, সংস্থাটি একটি গবেষণায় ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের ওপর ভ্যাকসিন প্রয়োগে সফল হয়।

নতুন আবিষ্কৃত মুখে খাওয়ার এই ওষুধেও আশাবাদী সিইও আলবার্ট বোরলা।

ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে করোনাভাইরাসের টিকা তৈরি করেছে। এরই মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে এই টিকার প্রয়োগ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা