মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:০৪
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

রাবি শিক্ষকদের গুলি করে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক::

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সিন্ডিকেট সভা নিয়ে শিক্ষক ও ছাত্রলীগের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় শিক্ষকদের গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৪ মে) সকাল সোয়া ১০টার দিকে ভিসির বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে রেজিস্ট্রার সিন্ডিকেট সভা স্থগিতের ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী বৃহস্পতিবার (০৬ মে) বর্তমান উপাচার্য (ভিসি) অধ্যাপক এম আব্দুস সোবহানের মেয়াদ শেষ হচ্ছে। মঙ্গলবার সকালে একটি সিন্ডিকেট সভার আহ্বান করা হয়।

সভায় অবৈধভাবে নিয়োগ দেয়া হবে এই আশঙ্কায় আগে থেকে সভা বন্ধের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা দেয় প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে ‘দুর্নীতিবিরোধী শিক্ষক’রা।

তারা এদিন সকাল সাড়ে ৯টায় অবস্থানের ঘোষণা দেয়। তবে তাদের আগেই উপাচার্যের বাসভবনের গেটে অবস্থান নেয় চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের বর্তমান ও সাবেক সদস্যরা। সকাল ১০টার দিকে আন্দোলকারী শিক্ষকরা উপাচার্যের বাসভবনে ঢুকতে চাইলে ছাত্রলীগের নেতারা বাধা দেয়।

শিক্ষকরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে ছাত্রলীগের নেতারা শিক্ষকদের ধাক্কা দেয়। এসময় আকাশ নামে ছাত্রলীগের বহিরাগত এক কর্মী শিক্ষকদের গুলি করে হত্যার হুমকি দেয়। আকাশের বাড়ি মেহেরচন্ডী এলাকায় বলে জানা যায়।

আন্দোলনকারী শিক্ষকদের প্রতিনিধি ও বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যাব না। তারা ভাড়াটিয়া নিয়ে এসেছে আমাদের আন্দোলন বন্ধ করতে।

তবে গুলি করে হত্যার হুমকির বিষয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, শিক্ষকদের আন্দোলনের কারণে আজকের সিন্ডিকেট সভা স্থগিত করা হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা