শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৫২
শিরোনাম :
নেছারাবাদ সাগরকান্দার কুখ্যাত ডাকাত রুবেল খুলনায় আটক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ‍্যে নেছারাবাদ উপজেলায় মতবিনিময় সভা বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবসের কর্মসূচি প্রাণ বাঁচাতে বাংলাদেশে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশ্রয় নিল ১৪ মিয়ানমার সেনা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি: শেখ ফজলে শামস পরশ বিআইডব্লিউটিএ’র গুদামের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সার্ভিসের সাতটি ইউনিট অগ্রণী ব্যাংক ৯৭৫ তম রায়পুরা শাখার উদ্বোধন আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে মোঃ বাহাউদ্দীনকে কাউন্সিলর করতে চান “ওয়ার্ডবাসী”

মমতার জয়ে ঝুঁকিতে মোদির আধিপত্য

অনলাইন ডেস্ক:;

ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পর বিশেষজ্ঞরা বলছেন, দেশটির কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই হারে জাতীয় রাজনীতিতেও প্রভাব পড়বে।

গত মাসে পাঁচটি বিধানসভার নির্বাচন হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের নির্বাচনেই সবার নজর ছিল বেশি। এখানে প্রতিদ্বন্দ্বিতাও ছিল তিক্ততায় ভরা। ভারতের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রাজ্যটির নিয়ন্ত্রণ নিতে সব ধরনের ঝুঁকিই নিয়েছিল বিজেপি নেতৃত্ব।-খবর আরব নিউজের

রাজ্যটির আট পর্বের ভোটে ৩৮টি নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনগণের ভোট নিশ্চিত করতে তার মন্ত্রিসভার অধিকাংশ সদস্য মাসখানেক পশ্চিমবঙ্গেই অবস্থান করেছিলেন।

ভোটের ফলে দেখা গেছে, ২৯৪টি আসনের মধ্যে ২১৩টিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। গতবারের চেয়ে এবার দলটি তিনটি আসন বেশি পেয়েছে।

বিজেপি পেয়েছে ৭৭টি আসন। আগেরবারের তুলনায় বিজেপি এবার ভালো করতে পারেনি। তৃণমূল নেত্রী অনন্য চক্রবর্তী বলেন, এটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জয়। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক শক্তির পদযাত্রা আমার আটকে দিতে পেরেছি।

তিনি বলেন, বিজেপিকে পরাজিত করে আমাদের ধর্মনিরপেক্ষ কাঠামো অক্ষুণ্ণ রেখেছি।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলে মোদির রাজনৈতিক জাদু বড় ধরনের ধাক্কা খেয়েছে। সাধারণ মানুষ বিজেপির ওপর বিরক্ত বলেই নির্বাচনে এমন ফল এসেছে।

দিল্লিভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক সুধীন্দ্র কুলকারনি বলেন, এই প্রথমবারের মতো মোদির আধিপত্য চূড়ান্তভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

১৯৯৯ সালে বিজেপি যখন ভারতে প্রথম সরকার গঠন করে, তখন দলটির রাজনৈতিক উপদেষ্টা ছিলেন সুধীন্দ্র।

তিনি বলেন, ১৯৮০ সাল থেকে বিজেপির ইতিহাসে কোনো রাজ্যেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে লড়াই করেনি দলটি। এই রাজ্যটিতে জয়ী হওয়ার জন্য মোদি সব ধরনের ঝুঁকি নিয়েছেন। কিন্তু তারা মাত্র ৭৭টি আসন পেয়েছে।

এই বিশ্লেষক আরও বলেন, তৃণমূলের এই জয় বিরোধীদের মনে আশা জাগিয়েছে যে, বিজেপিও হারতে পারে। আমি পূর্বাভাস দিয়েছিলাম, আসছে মাসগুলোতে বিরোধীদের ঐক্যে মমতা হবেন মূল আকর্ষণ।

তবে তৃণমূল্যের বিজয় নিয়ে ‘অতিমূল্যায়নের’ বিরুদ্ধে হুঁশিয়ারি করে দিয়েছেন দিল্লিভিত্তিক থিংকট্যাংক সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভলপিং সোসাইটিজের হিলাল আহমেদ।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকলেও গত কয়েক বছরে বিজেপি যেসব বক্তব্য হাজির করেছে, তার পাল্টা কিছু কেউ দাঁড় করাতে পারেনি। বিজেপির রাজনৈতিক ইশহারকে গুরুত্ব দিতে হবে।

অনন্য চক্রবর্তী বলেন, ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের সম্পদ সীমিত। কিন্তু এই বিজয় ভবিষ্যতে সামগ্রিক রাজনীতিতে বড় প্রভাব ফেলবে।

তবে বিজেপি বলছে, পশ্চিমবঙ্গে তারা ভালই করেছে। দলটির মুখপাত্র সুদেশ ভার্মা বলেন, বাম ও কংগ্রেসকে উৎখাত করে পশ্চিমবঙ্গে বিরোধী দল এখন বিজেপি। এর মধ্য দিয়ে পরবর্তীতে বিজেপির জয়ের ভিত্তিভূমি তৈরি হয়ে গেছে।

তবে পশ্চিমবঙ্গভিত্তিক রাজনীতিবিদ জিম নওয়াজ বলেন, এই ফল বলে দিচ্ছে, এখানে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাখ্যাত হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা