বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১২
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে সৌদি

অনলাইন ডেস্ক::

এক দশক আগে সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো দেশটিতে সফরে গিয়েছেন সৌদি আরবের গোয়েন্দা বাহিনীর প্রধান।

সোমবার (৩ মে) দামেস্কে সিরীয় গোয়েন্দাপ্রধানের সঙ্গে তার বৈঠক হয়েছে। এতে দুই আঞ্চলিক বৈরী দেশের মধ্যে সম্পর্কের বরফ গলার আভাস পাওয়ার কথা বলছেন বিশ্লেষকেরা।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের বৈরিতা চলছে। ২০১১ সালে প্রেসিডেন্ট বাসার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহ দেখা দেখা দেওয়ার পর ব্যাপক ধরপাকড় শুরু হয়ে যায়।

তখনই দুদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। রিয়াদের কর্মকর্তারা বলছেন, আগামী সপ্তাহে তিন দিনের ঈদুল ফিতরের উৎসব শেষ হওয়ার পর সম্পর্ক স্বাভাবিক করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি কর্মকর্তা বলেন, আগে থেকেই পরিকল্পনা করা হলেও কিছুই এগোয়নি।

তবে সৌদির সঙ্গে এই সম্পর্ক স্থাপন আসাদ সরকারের জন্য ইতিবাচক। রাশিয়া ও সিরিয়ার সমর্থনেই টিকে আছেন বাসার আল-আসাদ।

সিরিয়ায় সৌদি-ইরান ছায়াযুদ্ধে লিপ্ত ছিল। কাজেই সেখানে নতুন এই উদ্যোগ আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

সিরিয়া সফরে সৌদি প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন দেশটির গোয়েন্দা অধিদফতরের প্রধান জেনারেল খালিদ হুমাইদান।

সিরিয়ার জেনারেল আলী মামলুক তাকে স্বাগত জানিয়েছেন। রাশিয়ার বাহিনীর সঙ্গেও মূল আলোচক ছিলেন আলী মামলুক।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা