অনলাইন ডেস্ক::
বিজেপি বাঙালি সংস্কৃতি জানে না এমন অভিযোগে নিজেদের বাঙালি প্রমাণ করতে নানা তৎপরতা চালাচ্ছে বিজেপি নেতারা। আর সেই তৎপরতায় মাঝেমাঝেই ঘটে এক একটা কেলেঙ্কারি।
রোববার (০৯ মে) দুপুর ১২টার দিকে ফেসবুকে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট করেন দিলীপবাবু। তাতে রবীন্দ্রনাথের বিখ্যাত গান, ‘সঙ্কোচের বিহ্বলতা’-র একটি পঙক্তি ব্যবহার করেন তিনি। আর এখানেই গোল বাঁধে। ‘মুক্ত করো ভয়’-এর জায়গায় ‘তুচ্ছ করো ভয়’ লিখে বসেন রাজ্য বিজেপি সভাপতি।
প্রায় ২ ঘণ্টা ফেসবুকে ছিল সেই পোস্টটি। ভুল বুঝতে পেরে পরে পুরনো পোস্ট ডিলিট করে নতুন পোস্ট করেন তিনি।
নির্বাচনী প্রচারে বিজেপির বিভিন্ন নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। কখনও শান্তিনিকেতন রবীন্দ্রনাথের জন্মস্থান বলে সমালোচিত হয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।