সোমবার, ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৬
শিরোনাম :
ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী

চুরি যাওয়া নবজাতক মাত্র দুই হাজার টাকায় বিক্রি

অনলাইন ডেস্ক::

নরসিংদী সদর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। মাত্র দুই হাজার টাকার বিনিময়ে বিক্রি হয় নরসিংদী সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া দুই দিনের নবজাতক।

সোমবার (১০ মে) দুপুরে নরসিংদী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, রোববার (০৯ মে) সকালে সদর হাসপাতালের দোতলায় নানীর কোল থেকে ২ দিন বয়সী নবজাতক চুরি হয়। চুরির পরই হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কাজ শুরু করে পুলিশ।

এরইমধ্যে পুলিশের কাছে খবর আসে এক অটোরিকশা চালক নরসিংদী সদর হাসপাতালের গেটের সামনে থেকে এক অজ্ঞাত নারীকে ব্রাহ্মন্দী এলাকায় নামিয়ে দিয়ে আসে। এরপর অটোরিকশা চালককে নিয়ে রাত ১টার দিকে ওই নারীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে লিপিকা নামে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর কাছে শিশুটিকে পাওয়া যায়।

পুলিশ বলছে, ‘ওই নারীর ভাষ্যমতে, তার আগে আরও দুই মেয়ে রয়েছে। গর্ভের সন্তানটিও মেয়ে। সমাজের মানুষের লজ্জার ভয়ে কয়েকদিন আগে অজ্ঞাত ওই নারীর সঙ্গে একটি পুত্র সন্তানের বিষয়ে আলোচনা করে। পরে ওই নারী তাকে একটি পুত্র সন্তান এনে দেওয়ার বিষয়ে আশ্বাস দেন।

সর্বশেষ রোববার (০৯ মে) দুপুরে তার বাসায় সদর হাসপাতালের চুরি হওয়া ওই শিশু নিয়ে হাজির হন ওই নারী। তারপর ২ হাজার টাকা বখশিশের বিনিময়ে বাচ্চাটি লিপিকার হাতে তুলে দেন তিনি। তারপর বাসা থেকে চলে যায় ওই নারী। যার কাছ থেকে শিশুটি পাওয়া গেছে তিনি অন্তঃসত্ত্বা এবং যিনি চুরি করেছেন তাকে এখন পর্যন্ত খুঁজে পাইনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, অপরাধ এবং মানবিক দুই দিক বিবেচনা করে এখন পর্যন্ত ওই নারীকে গ্রেফতার করিনি। তবে আরও কোন চক্রের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা