মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:১৬
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

করোনার ভারতীয় ধরনকে ‘বৈশ্বিক উদ্বেগ’ আখ্যা দিল ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক:;

করোনায় ভারতজুড়ে বিপর্যয়ের জন্য যে ধরনটিকে দায়ী করা হচ্ছে, সেটিকে বৈশ্বিক উদ্বেগ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে ভারতীয় ধরনটি নিয়ে এমন সতর্কবার্তা দিয়েছে তারা। বিবিসির খবরে এমন তথ্য জানা গেছে।

সংস্থাটি বলছে, প্রাথমিক গবেষণায় আমাদের এমনটিই মনে হচ্ছে। অনান্য ধরনের চেয়ে বি.১.৬১৭ রূপান্তরিত ধরনের প্রাদুর্ভাব দ্রুত গতিতে ছড়াচ্ছে। এ নিয়ে আরও গবেষণা হওয়া দরকার।

এখন পর্যন্ত বিশ্বের ৩০টিরও বেশি দেশে এই সংক্রমণ ছড়িয়েছে। এটার তিনটি ‘সাব টাইপ’র মধ্যে একটি বাংলাদেশেও শনাক্ত হয়েছে। এছাড়া যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের তিনটি ধরনকে এই তকমা দেওয়া হয়েছে।

প্রায় দেড় বছর আগে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি প্রতিনিয়ত রূপ বদল করে যাচ্ছে। এর মধ্যে গত বছর ভারতে যে পরিবর্তিত রূপ শনাক্ত হয়েছে তার আনুষ্ঠানিক নাম বি.১.৬১৭।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি কমিটির প্রধান মারিয়া ফন কারখোভ বলেন, আমরা বিশ্বজুড়ে একে ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত করেছি।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করোনাভাইরাসের এই ধরনটির অতি সংক্রামক হওয়ার ইঙ্গিত মিলেছে বলেও তিনি জানান। মহামারিতে বিপর্যস্ত ভারতে বিশ্বে দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ডের পর রেকর্ড হচ্ছে ভারতে। এজন্য বি.১.৬১৭ কেই দায়ী করা হচ্ছে।

বেশ কয়েকটি বৈশিষ্ট্যে দেখা গেলে একটি ধরনকে উদ্বেগের বলা হয়। যেমন— সহজে সংক্রমণ, মারাত্মক অসুস্থতা, অ্যান্টিবডিতে ভাইরাসের নিষ্ক্রিয়করণ ক্ষমতা কমে যাওয়া কিংবা চিকিৎসা ও টিকার কার্যকারিতা কমে আসে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা