অনলাইন ডেস্ক::
ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এ পর্যন্ত এক হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার (১২ মে) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বার্তাসংস্থা তাসের।
ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল-৭ এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সীমানা ৮৫০টি রকেট পেরিয়েছে। বাকি ২০০টি গাজার ভূখণ্ডে পতিত হয়েছে।
সোমবার (১০ মে) থেকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত পাঁচ ইসরায়েলি নিহত হয়েছেন। যাদের মধ্যে দুজন নারী। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন; যাদের মধ্যে ১০ জনই শিশু।
এছাড়া ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার (১১ মে) গাজায় বিমান হামলা চালিয়ে তিন শীর্ষ হামাস নেতার আবাসস্থল ধ্বংস করেছে। গাজায় মোট ৫০০ স্থাপনায় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।