শনিবার, ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৪
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

ইসরায়েলি হামলা প্রতিরোধে আমরা প্রস্তুত: ইসমাইল হানিয়া

অনলাইন ডেস্ক:;

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল হামলা বাড়ালে তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস। মধ্যস্থতাকারীদের এমন তথ্য জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন হামাস নেতা ইসমাইল হানিয়া।

মঙ্গলবার (১১ মে) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, যদি ইসরায়েল উত্তেজনা বাড়াতে চায়, আমরা তা প্রতিরোধে প্রস্তুত। যদি তারা বন্ধ করতে চায়, তাতেও আমরা প্রস্তুত।-খবর আলজাজিরার

ইসমাইল হানিয়া আরও বলেন, মধ্যস্থতার সব পক্ষ ও যারা এতে জড়িত, তাদের আমরা এই বার্তা দিয়েছি।

সাম্প্রতিক সহিংসতার পর আঞ্চলিক নেতাদের সঙ্গে আলাপের কথা উল্লেখ করে তিনি এমন বক্তব্য দেন। এর আগে সোমবার জেরুজালেমের প্রাচীন শহরে আল-আকসা মসজিদ এলাকা থেকে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সব সদস্যদের প্রত্যাহার দাবি করেছে হামাস।

হামাসপ্রধান বলেন, ইসরাইলি হামলার জবাব দেওয়ার ও ইসরায়েলের অব্যাহত দখলদারিত্বের মুখে আমাদের নাগরিকদের সুরক্ষার অধিকার আমাদের আছে।

মঙ্গলবার তেলআবিব ও অন্যান্য এলাকায় অবিরাম রকেট হামলাকে ‘বিজয়’ হিসেবে দাবি করেন তিনি। ইসমাইল হানিয়া বলেন, এটা আমাদের নাগরিকদের জন্য সম্মানের।

ইসরায়েল জানিয়েছে, গাজা উপত্যকা থেকে তেলআবিবসহ বিভিন্ন এলাকায় অন্তত দেড় হাজার রকেট হামলা হয়েছে।

ইসমাইল হানিয়া বলেন, জেরুজালেম ও আল-আকসায় আগুন জ্বালিয়ে দিয়েছে ইসরায়েল। গাজায়ও আগুন জ্বালিয়েছে তারা। কাজেই পরিণতির জন্যও তারা দায়ী হবে। সহিংসতা মোকাবিলায় আমরা সম্মিলিতভাবে সামনে অগ্রসর হচ্ছি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা