মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪০
শিরোনাম :
বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান।

রায়পুরায় মিথ্যা মামলা ও গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রায়পুরা প্রতিনিধি::

নরসিংদী রায়পুরায় মিথ্যা মামলা ও গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
রবিবার (৬ মার্চ)  উপজেলা মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মধ্যপাড়া গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী শাহজালাল আহমেদ রাসেল লিখিত বক্ত্যবের মাধ্যমে জানান, গত ২৮ শে ফেব্রুয়ারী আমার স্ত্রী নাজিয়া ইসলাম সেতু (২০) ও তার পরিবারের লোকজন সাংবাদিকের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে আমার নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায়। এর আগে আমার ও আমার পরিবারের নামে নরসিংদী আদালতে দুটি মিথ্যা মামলা দ্বায়ের করে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গত ১৫ জানুয়ারী ২০২১ইং তারিখে পরিবারের সম্মত্তিতে আমার ও নাজিয়া ইসলাম সেতুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার চাহিদা ছিলো প্রচুর যা আমার পক্ষে সম্ভব ছিলোনা।

এছাড়া আমার ও আমার পরিবারের সাথে তার আচরণ সবসময় খুব খারাপ ছিলো শুধু তা নয় সে নেশা করার জন্য আমার সাথে প্রায়ই খারাপ ব্যাবহার করতেন।একটা সময় তার অনার্সে ভর্তি পরিক্ষা শুরু হয়। সে সময় লেখা পড়া করার জন্য আমাকে বলেন তখন আমি তাকে ভৈরব ন্যাশনাল কলেজে পরার জন্য সহমত পোষন করি আমার কথা না শুনে সে নরসিংদী সরকারি কলেজে ভর্তি হয়। এমতাবস্থায় আমাদের দাম্পত্য জীবনের তার গর্ভে সন্তান ছিলো তার গর্ভে। সে সময় তার নেশার করার কারনে আমি তার লেখাপড়া করার জন্য বলি। তারপর সন্তান পেটে নিয়েই সে আমাকে প্রচুর মানসিক টরচার করতো। পরে সন্তান হওয়ার পর থেকেই তার ব্যবহার লাগামহীন হয়ে পড়ে।

আর এই রকম অবস্থায় আমি সহ্য করতে না পেরে বিষয়টি তার পরিবারকে অবগত করি কিন্তু তার পরিবার তার কোন সমাধান করতে না পারায় এক প্রকার বাধ্য হয়ে তাকে ডিভোর্স দেই। এছাড়া তার শরীরের গঠন নষ্ঠ হওয়ার ভয়ে সে আমার সন্তানকে পর্যন্ত বুকের দুধ খাওয়ায়নি।
এরই পরিপেক্ষিতে তারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে ও আমার নামে নরসিংদী কোর্টে দুটি মিথ্যা মামলা করেন। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা নিরসনসহ ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।
এসময় মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা