মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৯
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক ::
গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে এশিয়ান ফুটবল কনফেডেরেশন (এএফসি) কাপ খেলতে ভারতে গেল বসুন্ধরা কিংস। গেল দুই’বারের আক্ষেপ এবার বিদেশিদের পায়ে ভর করে পেরোতে চায় বেঙ্গল জায়ান্টরা।

শনিবার (১৪ মে) এএফসি কাপ খেলতে কলকাতার উদ্দেশে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে বসুন্ধরা কিংস।

গেল বারের চেয়ে শক্তিশালী দল নিয়ে ভারতে যাওয়ায় জমজমাট লড়াইয়ের প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। বাংলাদেশি হিসেবে প্রথম বারের মতো এএফসি কাপ খেলতে যাওয়ায় দারূণ উচ্ছ্বসিত এলিটা কিংসলে।

গণমাধ্যমকে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কিংসলে বলেন, ‘বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো এএফসি কাপ খেলতে যাচ্ছি। আমি দারুণ উচ্ছ্বসিত। এজন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছি। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ভারতে যাচ্ছি। এর বাইরে কিছু ভাবছি না।’

এদিকে ফরোয়ার্ড লাইনআপে ৫ বিদেশি ফুটবলার নিয়ে এএফফসি কাপ খেলতে যাচ্ছে বসুন্ধরা কিংস। ভালো বিকল্প ফুটবলার থাকায় আগের দুই বারের চেয়ে এবারের দল শক্তিশালী বলে মনে করেন কিংস কোচ অস্কার ব্রুজন। তবে ডিফেন্স লাইন আপের দুর্বলতা কিছুটা ভোগাতে পারে বেঙ্গল জায়ান্টদের। প্রতিপক্ষ নিয়ে নিয়ে না ভেবে ম্যাচ বাই ম্যাচ খেলে সব ম্যাচে জয় পেতে চান কিংস অধিনায়ক রবসন রবিনিয়ো।

নিয়মিত চার বিদেশির দুই জন অধিনায়ক রবসন রবিনিয়ো ও ইরানের খালেদ শাফি গেল বারও কিংসের হয়ে খেলেছেন এএফসি কাপে। লিগ চ্যাম্পিয়নদের নতুন সংযুক্তি ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা আর গাম্বিয়ান ফরোয়ার্ড নুহা মারং। তাদের পায়ে প্রথম বারের মতো গ্রুপ পর্ব পেরোনোর স্বপ্ন দেখছে কিংস।

তবে অস্কার ব্রুজনের বাজীর ঘোড়া হতে পারে এএফসি কাপে কিংসের নতুন দুই রেজিষ্ট্রেশন। শেখ জামাল থেকে চিনেদ্যু ম্যাথিউ আর মুক্তিযোদ্ধার সুদি আব্দুল্লাহ। সঙ্গে এএফসি কাপে লোকাল প্লেয়ার হিসেবে খেলার অনুমোদন পাওয়া এলিটা কিংসলেকে দেখা যেতে পারে নাম্বার নাইনের ভূমিকায়।

তবে বসুন্ধরার দুর্বলতা দেখা যেতে পারে ডিফেন্স লাইন আপে। ইনজুরিতে অভিজ্ঞ তপু বর্মণ নেই। ইরানের খালেদ শাফি, বিশ্বনাথ ঘোষ আর তারেক কাজীকে নিতে হবে ডিফেন্স সামলানোর মূল দায়িত্ব। এএফসি কাপে খেলা ৬ বিদেশির মধ্যে ৫ জনই ফরোয়ার্ড। দল গড়ার সময় ডিফেন্স শক্তিশালী করতে আরও একজন বিদেশীকে নেয়া যেত কিনা জানতে চাইলে কিংস টেকনেশিয়ান অস্কার ব্রুজন জানান। এই দল নিয়ে করা সম্ভব প্রতিপক্ষ মোকাবিলা।

প্রতিপক্ষ তিন দলের মধ্যে ভারতের মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের সঙ্গে গেল বার খেলেছে কিংস। এবার প্রথম বারের মতো লড়বে ভারতের আইলিগের দল গোকুলাম কেরালার সঙ্গে। তিন দলই এএফসি কাপকে সামনে রেখে গড়েছে শক্তিশালী দল।

১৮ মে প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টসকে হারাতে পারলে আত্মবিশাস বারবে বসুন্ধরার ফুটবলাদের। আর গ্রুপে কিংসের সবচেয়ে বড় প্রতিপক্ষ স্বাগতিক ক্লাব এটিকে মোহন বাগান। ২১ মে মোহনবাগান এবং ২৪ মে গকুলাম কেরালার বিপক্ষে মাঠে নামবে কিংসরা। কলকাতার সল্টলেকেই হবে কিংসের তিন ম্যাচ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা