বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৬
শিরোনাম :
বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান।

পটুয়াখালীর দুমকিতে এক রাতে দুই ঘরে দুর্ধর্ষ চুরি।

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চর বয়রা গ্রামে এক রাতেই পরপর দুটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে পুরো গ্রামজুড়ে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম চুরির ঘটনাটি ঘটে গ্রামের বাসিন্দা সালাম উদ্দিনের বাড়িতে। রাতের আঁধারে চোরেরা ঘরে প্রবেশ করলেও কোনও মূল্যবান সামগ্রী নিয়ে যেতে পারেনি। তবে ওয়ারড্রব খুলে জামা-কাপড় এলোমেলো করে রেখে যায়, যার ফলে ঘরের সদস্যরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন।

একই রাতে চুরি হন আজিজ ফরাজির ঘরে। তার ঘর থেকে চোরেরা নিয়ে যায় প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ পঁচিশ হাজার টাকা। চুরি করার পর স্বর্ণের বক্সসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পার্শ্ববর্তী মমতাজ চান বরুর বাড়িতে ফেলে রেখে যায় তারা।

এই ঘটনাগুলো এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, রাতে নিরাপত্তার ব্যবস্থা একেবারেই নেই।

চুরির বিষয়ে দুমকি থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং চোরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চালানো হচ্ছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা