ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ। বিশেষ আলোচক কেন্দ্রীয় যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত, নিউইয়র্ক মহানগর উত্তর এর বিএনপি সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান।
সভায় বক্তারা বলেন, বিএনপির সকল সদস্যদের সদস্য পদ নবায়ন করতে হবে এবং নতুন সদস্য ফরম বিতরণ করে যাচাই বাছাই করে সদস্য সংগ্রহ করতে হবে। কোন ফ্যাসিবাদ বা আওয়ামীলীগ এর দোসর যাতে সদস্য না হতে পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।
নিউইয়র্ক বিএনপি উত্তরের সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম বলেন, দলকে সুসংগঠিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। দল যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিবে আমরা সবাই মিলে তার পক্ষে নির্বাচন করবো। তিনি রাজাপুর কাঠালিয়া নির্বাচনী এলাকার জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।