বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৩
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ক্রিকেটার তাসকিনের লেখা ছোটবেলার ছড়া

স্পোর্টস ডেস্ক ::

বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় তরুণ পেসারটির নাম তাসকিন আহমেদ। চোটের বিরুদ্ধে লড়াই করে দীর্ঘদিন পর তিনি দুর্দান্তভাবেই ফিরে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩৪.২ ওভার বল করে ১২৭ রানে ৪ উইকেট নেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং ফিগার।

বোলিং নয়, ছোটবেলায় ব্যাটিংই ছিল তার প্রিয়। নাম তাসকিন আহমেদ। ডাকনাম তাজিম। ছোট্টবেলার তাজিম একই সঙ্গে ছিলেন চঞ্চল আর লাজুক। বেড়ে ওঠা ঢাকার মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে। আর ক্রিকেটের শুরু নানুর বাসার সামনের গলিতে। পাড়ার ক্রিকেটে সবাই তাকে নিতেন ‘দুধভাত’ হিসেবে! ফিল্ডিং আর সবার শেষে ‘সুযোগ পেলে’ ব্যাটিং। কখনো তাও দিতেন না বড় ভাইয়েরা! একদিন তাসকিন বললেন, ‘আমি না হয় শুধু বোলিংটাই করি?’ সেই থেকে বোলার হয়ে গেলেন তাসকিন!

তবে ছেটোবেলায় কঠোর শাসনের মধ্যে বেড়ে উঠা তাসকিন পড়াশোনা-খেলার পাশাপাশি ছড়াও লিখেতেন। তার লেখা ছড়া বিভিন্ন পত্রপত্রিকায়ও ছাপা হয়েছে। তার ছোটোবেলাকার সেই ছড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাঠকদের জন্য লেখাটি তুলে ধরা হলো-
‘আমার নাম তাজীম
খেলি শুধু লাটিম,
মা দেখলে দেয় মার
বাবা দেয় বকা
সারাক্ষণ পড়া শুধু
সারাক্ষণ পড়া।
একটু খানি জিরাব ত,
তার নাই যে ভাই খোঁজ
সন্ধ্যায় আসে টিচার,
দুপুরে বেলা হুজুর।
একটু খানি খেলব যে ভাই,
নেইতো যে সময়
বাবা দেয় একটু খেলতে
মানা করে মা,
সারাক্ষণ পড়া যে ভাই
সারাক্ষণ পড়।’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা