বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:০৫
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

কক্সবাজারে ১৫ দিনে আক্রান্ত ১২০৪

অনলাইন ডেক্সঃ

করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে কক্সবাজার স্বাস্থ্য বিভাগ। গত ১৫ দিনে গড়ে করোনাভাইরাসে আক্রান্ত ১০ থেকে ১৩ শতাংশ।

রোববার (৩০ মে) কক্সবাজার সিভিল সার্জন অফিস জানায়, কক্সবাজারে গত ১৫ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৪ জন। তার মধ্যে রয়েছে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক রয়েছে ৪২০ জন। আর দুই সপ্তাহে আক্রান্ত হয়েছে ভর্তি হয়েছে ১২২ জন রোগী।

কক্সবাজারে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ২১৪ জন। যার মধ্যে রয়েছে রোহিঙ্গা রয়েছে এক হাজার ১৮৫ জন। মৃত্যু হয়েছে ১১১ জনের। তার মধ্যে রোহিঙ্গা রয়েছে ১৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮৬২।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বেড সংখ্যা রয়েছে ৩৭৬টি। আইসিইউ বেড রয়েছে ১০টি, এইচডিইউ বেড রয়েছে ৮টি। আর জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম রয়েছে। গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ জন। এদিকে এ পর্যন্ত জেলায় করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে ৮০ হাজার ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ হাজার।

জেলা সিভিল সার্জন ডা. মো. মাহাবুবুর রহমান জানিয়েছে, জেলায় করোনা সংক্রমণ নিয়ে অস্বস্তিকর অবস্থায় রয়েছেন। একদিন করোনা আক্রান্ত বাড়লে আরেক দিন কমছে। সুতরাং, সংক্রমণের হার ৫ শতাংশ নেমে এলেই স্বস্তি ফিরবে বলে জানায় সিভিল সার্জন। তাই সবাইকে করোনার সংক্রমণের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।

এদিকে লকডাউনের মাঝেও করোনার বিধিনিষেধ মানতে অনীহা দেখা গিয়েছে। যারা রাস্তায় নেমে আসছেন, তাদের মধ্যে অনেকে মাস্ক ব্যবহার কিংবা স্বাস্থ্যবিধি মানছেন না। আর প্রশাসনের তেমন নজরদারি দেখা যায়নি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা