বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:২২
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

কক্সবাজারে ১৫ দিনে আক্রান্ত ১২০৪

অনলাইন ডেক্সঃ

করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে কক্সবাজার স্বাস্থ্য বিভাগ। গত ১৫ দিনে গড়ে করোনাভাইরাসে আক্রান্ত ১০ থেকে ১৩ শতাংশ।

রোববার (৩০ মে) কক্সবাজার সিভিল সার্জন অফিস জানায়, কক্সবাজারে গত ১৫ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৪ জন। তার মধ্যে রয়েছে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক রয়েছে ৪২০ জন। আর দুই সপ্তাহে আক্রান্ত হয়েছে ভর্তি হয়েছে ১২২ জন রোগী।

কক্সবাজারে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ২১৪ জন। যার মধ্যে রয়েছে রোহিঙ্গা রয়েছে এক হাজার ১৮৫ জন। মৃত্যু হয়েছে ১১১ জনের। তার মধ্যে রোহিঙ্গা রয়েছে ১৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮৬২।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বেড সংখ্যা রয়েছে ৩৭৬টি। আইসিইউ বেড রয়েছে ১০টি, এইচডিইউ বেড রয়েছে ৮টি। আর জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম রয়েছে। গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ জন। এদিকে এ পর্যন্ত জেলায় করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে ৮০ হাজার ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ হাজার।

জেলা সিভিল সার্জন ডা. মো. মাহাবুবুর রহমান জানিয়েছে, জেলায় করোনা সংক্রমণ নিয়ে অস্বস্তিকর অবস্থায় রয়েছেন। একদিন করোনা আক্রান্ত বাড়লে আরেক দিন কমছে। সুতরাং, সংক্রমণের হার ৫ শতাংশ নেমে এলেই স্বস্তি ফিরবে বলে জানায় সিভিল সার্জন। তাই সবাইকে করোনার সংক্রমণের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।

এদিকে লকডাউনের মাঝেও করোনার বিধিনিষেধ মানতে অনীহা দেখা গিয়েছে। যারা রাস্তায় নেমে আসছেন, তাদের মধ্যে অনেকে মাস্ক ব্যবহার কিংবা স্বাস্থ্যবিধি মানছেন না। আর প্রশাসনের তেমন নজরদারি দেখা যায়নি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা