বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৩
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

দেশব্যাপী করোনায় মৃত্যুর সর্বশেষ

বিজলী ডেক্স::

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে। শনিবার (২৪ জুলাই) সকালে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের (লকডাউন) দ্বিতীয় দিনের প্রথম প্রহরে দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

]বরিশাল:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন করোনা পজেটিভ, বাকিরা করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে ছিলেন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় করোনা শনাক্ত হয়েছে ৭৬ জনের, এরমধ্যে ৫১ জনই বরিশাল সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে ৪৫ জন, এরমধ্যে ১৫ জনই পজেটিভ। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩০০ জন, এরমধ্যে পজেটিভ ১১২ জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৬৯টি নমুনা পরীক্ষা হয়, এরমধ্যে পজেটিভ ৮৮টি। আরটি পিসিআর ল্যাবে শনাক্তের হার ৫২%।

২০২০ সালের ১৭ মার্চ থেকে এ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে ৫৯২৩ জন, এরমধ্যে পজেটিভ ছিল ১৭৬৭ জন। এই সময়ের মধ্যে মোট মৃত্যু হয়েছে ৯৮৬ জনের, এরমধ্যে পজেটিভ ছিল ২৬৬ জন। জেলায় এই সময়ের মধ্যে শনাক্ত হয়েছে ১২ হাজার ২৯ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে ১৪৯ জনের।

এদিকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে অক্সিজেন সংকট এবং চিকিৎসকদের সময়মতো না পাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।

রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী জেলার ৬ জন, পাবনার ২ জন, নওগাঁ, নাটোর ও কুষ্টিয়ার ১ জন করে ৩ জন মারা গেছেন।
শনিবার (২৪ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দেয়া প্রতিবেদনে বলা হয়, মৃতদের মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া বাকি ৪ জন মারা গেছেন করোনার উৎসর্গে নিয়ে। আর গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৫৭ জন। আর হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৫১৩ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৪১৯ জন। হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৯১ জনের করোনা পজেটিভ পাওয়া যায় যা ৬৫ দশমিক ৩ শতাংশ। এছাড়া আইসিইউতে ২০টির সবকটিতেই রোগী ভর্তি আছে।

কুষ্টিয়া:
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৩ এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে (২৪ জুলাই) শনিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
শনিবার (২৪ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও জেলায় গত ২৪ ঘণ্টায় ২০৭ নমুনা পরীক্ষায় আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৩৬ শতাংশ।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে ২০০ বেডের অনুকুলে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ২২৮ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৬৮ জন। বাকিরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এখন প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ১৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৪৭৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে শহরে ও গ্রামে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। সচেতন মানুষরা বলছেন, এতে করোনার সংক্রমণ বাড়তে পারে।

নেত্রকোনা:
নেত্রকোনায় নতুন করে ২৪ ঘণ্টায় ২৭ জন শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ জন। ময়মনসিংহ ল্যাবে ১০১ টি নমুনা পরীক্ষার মধ্যে ৮ জন শনাক্ত হয়েছে। জেলায় ঈঙঠওউ-১৯ জধঢ়রফ অহঃরমবহ ঞবংঃ টেষ্ট করা হয়েছে ৪০ জনের। তার মধ্যে শনাক্তকৃত ১৯ জন। এরমধ্যে ১২ জন পুরুষ ও ১৫ জন নারী। জেলায় শনাক্তকৃত সর্বমোট ২৮৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬৪৬ জন। এছাড়া মোট মৃতের সংখ্যা ৬৫ জন।

পঞ্চগড়
পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, করোনায় পঞ্চগড় সদর উপজেলায় এক নারীর মৃত্যু হয়েছে। পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা পৃথক পৃথকভাবে ১৫৭ জনের শরীরের নমুনার রিপোর্ট পরীক্ষা করে ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৬৯ জন। আর এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ১১৯১ জন। এদিকে প্রতিদিন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নমুনা টেষ্ট দেওয়ার মানুষের ভিড় দেখা যায়।
দিনাজপুর:
দিনাজপুর করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা:
করোনা ও করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১০ জনের মৃত্যু হয়েছে।

খুলনা:
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে খুলনায় মারা গেছেন ৮ জন।

ময়মনসিংহ:
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সাতক্ষীরা:
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর:
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ২৪৫ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১২০ জন। এই সময়ে করোনায় ও উপসর্গ নিয়ে মারা গেছে ৮ ব্যক্তি।
শনিবার (২৪ জুলাই) সকালে ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।
এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৮ ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে আরও ৩ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩২২ জন। সনাক্তের হার ৪৮.৯৮।

রংপুর:
রংপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।

আরও আসছে…..

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা