মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৯
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চীন থেকে এল আরও ২০ লাখ ডোজ টিকা

অনলাইন ডেস্ক::

চীন থেকে দেশে এসে পৌঁছেছে আরও বিশ লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন। সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভ্যাকসিন আনা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা বিমানবন্দরে উপস্থিত থেকে রাতেই টিকাগুলো গ্রহণ করেন। পরে তা ফ্রিজার ভ্যানে করে বেক্সিমকোতে নিয়ে যাওয়া হয়।

এই ভ্যাকসিন সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। চীনের সঙ্গে করা ক্রয় চুক্তির আওতায় দেশে আসা এটি পঞ্চম চালান।

দেশটি থেকে দেড় কোটি ডোজ কেনা টিকার মধ্যে এ নিয়ে দেশে আসলো মোট এক কোটি ডোজ। চীনের সঙ্গে করা ক্রয় চুক্তির আওতায় দেশে আসা এটি চতুর্থ চালান ছিল। এর আগে শনিবার (১৪ আগস্ট) চীন থেকে দেশে পৌঁছায় সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ।

আরও পড়ুন: সিনোফার্ম টিকাগ্রহীতাদের জন্য সুখবর

এর বাইরে চীনের পাশাপাশি কোভ্যাক্সের মাধ্যমে উপহার হিসেবে দেশে এসেছে আরও ৫৭ লাখ টিকা। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে আসা সিনোফার্মের টিকা ১ কোটি ৩৭ লাখ।

গত ১৬ আগস্ট দেশেই করোনার ভ্যাকসিন উৎপাদনে চীনের সিনোফার্মের সঙ্গে চুক্তি করেছে সরকার। এই চুক্তির ফলে চীনের সিনোফার্মের ভ্যাকসিন উৎপাদন করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। সিনোফার্মের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে এই চুক্তি হয়।

উল্লেখ্য, চলতি বছরের গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে কেবল এ টিকা দেওয়া হলেও পরবর্তীতে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মর্ডানার টিকা যুক্ত হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা