বৃহস্পতিবার, ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:০৫
শিরোনাম :
জুলাই সনদ পুরোপুরি আইনিভাবে প্রকাশের পর নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার। বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সাহসী সন্তান সেলিম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত! ভোলায় পাঁচ দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশনে বসেন বৈষম্যবিরোধী নেত্রী ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেলেন ‘বাংলার মিস্টার বিন’ খ্যাত রাশেদ সিকদার ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুমকি উপজেলায়, ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা ও সেবন।। ঢাকাস্থ্য দপদপিয়া ইউনিয়ন কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পূর্ন মিলন অনুষ্ঠান

আসন্ন মির্জানগর ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে দুই দুইবারের সফল মেম্বার মোঃগাফফার মিয়াকে পুনরায় মেম্বার করতে চান “ওয়ার্ডবাসী”

 রায়পুরা প্রতিনিধি (শফিকুল ইসলাম)::

নরসিংদীর আসন্ন মির্জানগর ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ড এর দুই দুইবারের সফল মেম্বার পুনরায় মেম্বার পদপ্রার্থী নিষ্ঠাবান ,সৎ,মেধাবী,গরীব-অসহায় মানুষে সঙ্গী,বেকারযুবকদের সুপথ প্রদর্শক ও ন্যায়বিচারক যোগ্য সফল মেম্বার , উক্ত নির্বাচনকে কেন্দ্র করে ৯নং ওয়ার্ড বাসির নিকট দোয়া প্রার্থনা করেন।বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে একজন ন্যায়বিচারক সফল মেম্বারে ছাড়া কোন বিকল্প নেই।এছাড়া শিক্ষিত বেকারদের কর্মসংস্থান করার বিপ্লবী উদ্যোগ নিতে কেবল একজন সৎ,নিষ্ঠাবান, মেধাবী, ন্যায়বিচারক সমাজের অহংকার সফল মেম্বারে পক্ষে নেওয়া সম্ভব। এর ধারাবাহিকতায় আসন্ন ইউপির নির্বাচনে ৯নং ওয়ার্ডে পুনরায় মেম্বার পদপ্রার্থী হতে চাচ্ছেন বর্তমান সমাজের অহংকার সফল মেম্বার মোঃগাফফার মিয়া এই প্রসঙ্গে মির্জানগর ইউপির মেম্বার পদপ্রার্থী সমাজের তারুণ্য অহংকার সফল মেম্বার বলেন,বর্তমান সময়ে করোনা পরিস্থিতির এক মর্মান্তিক ভয়াবহতার পর সমগ্র দেশ যখন থমকে দাড়িঁয়ে ঠিক তখনই আসন্ন ইউপি নির্বাচন।আমার এলাকাটিতেই অনেক মানুষ বিভিন্ন সমস্যায় জর্জড়িত এবং বিশেষ করে তরুণ সমাজ ধ্বংসে মুখে।আমি ব্যক্তিগতভাবে যতটুকু পেরেছি,ততটুক সাহায্য -সহযোগীতার চেষ্টা করেছি।আর সকলের পাশে দাড়িঁয়ে সহযোগীতা এবং আমার এলাকাটির উন্নয়ন করার একরাশ ইচ্ছা মনে।তারঁই ধারাবাহিকতায় পুনরায় দীর্ঘমেয়াদী ও ব্যাপকভাবে অসহায় ও সর্বস্তরের মানুষের পাশে দাড়াঁনোর জন্য আসন্ন ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার হিসেবে আমাকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলের নিকট সহযোগীতা ও দোয়া কামনা করছি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা