বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৮
শিরোনাম :
নেছারাবাদ সাগরকান্দার কুখ্যাত ডাকাত রুবেল খুলনায় আটক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ‍্যে নেছারাবাদ উপজেলায় মতবিনিময় সভা বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবসের কর্মসূচি প্রাণ বাঁচাতে বাংলাদেশে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশ্রয় নিল ১৪ মিয়ানমার সেনা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি: শেখ ফজলে শামস পরশ বিআইডব্লিউটিএ’র গুদামের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সার্ভিসের সাতটি ইউনিট অগ্রণী ব্যাংক ৯৭৫ তম রায়পুরা শাখার উদ্বোধন আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে মোঃ বাহাউদ্দীনকে কাউন্সিলর করতে চান “ওয়ার্ডবাসী”

আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচন উপলক্ষে জননন্দিত সফল মেয়র মোঃ জামাল মোল্লার নির্বাচনী বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়পুরা প্রতিনিধি::

নরসিংদীর আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচন উপলক্ষে জননন্দিত সফল মেয়র মোঃজামাল মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রায়পুরা পশ্চিমপাড়া গিয়াসমিয়ার বাড়ি মাঠ প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মোঃশফিকুল ইসলামের সঞ্চালনায় ও রায়পুরা পৌর এলাকার বিশিষ্ট সমাজসেবক আঃছাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রায়পুরা পৌরসভা জননন্দিত সফল মেয়র মোঃ জামাল মোল্লা ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রায়পুরা ইউপির চার চারবারের সাবেক সফল চেয়ারম্যান লতিফ মোল্লা।বন ওপরিবেশ বিষয়ক সম্পাদক, রায়পুরা পৌর আওয়ামীলীগ,মোঃআকরাম হোসেন উপস্থিত ছিলেন ।এসময় জননন্দিত সফল মেয়র মোঃজামাল মোল্লা বলেন, আমি মেয়র হয়েছি আমার নিজের সার্থের জন্য নয় আমি মেয়র হয়েছি সাধারণ জনগণের খেদমত ও দাসত্ব করার জন্য।আমরা সব সময় জনসাধারণ মানুষের উপকার ছাড়া ক্ষতি করি নাই আর ভবিষ্যতে উপকার ছাড়া অন্য কিছু করতে শিক্ষাও পাই নাই। আপনাদের এই ১নং পশ্চিমপাড়া গ্রাম থেকে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছেন। তার এই প্রতিফলনে আমি রায়পুরা পৌরসভাকে উন্নয়ন রুপ মডেল হিসাবে গড়ে তোলছি এবং তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে রূপান্তর করেছি ও এই রায়পুরা থানায় আমি কাউকে টাকার বিনিময়ে মামলা করাইনি এবং রায়পুরা থানায় মাদকদ্রব্য মামলা ছাড়া কোনো প্রকার হয়রানি মূলক মামলা করতে দেয়নি। এবং আমি যতটুকু পেরেছি গরীব অসহায়ের মাঝে সরকারি সহায়তা ছাড়াও আমার নিজ অর্থায়নে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছি। তাছাড়া রায়পুরা পৌরসভা রাস্তা ঘাটের উন্নয়ন এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন ও রাস্তা দিয়ে মানুষ চলাচলের জন্য ল্যাম্পপুষ্ট বাতিসহ রায়পুরা পৌরসভায় প্রতিটা ঘরে যেনো সরকারি পানি পান তারও ব্যবস্থা করছি। তিনি আরও বলেন, রায়পুরা পৌরসভাবাসী যদি আমাকে আবার মেয়র হিসাবে জয়যুক্ত করেন তাহলে এই পৌরসভায় কিছু অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য রায়পুরা পৌরবাসীর কাছে আশা ব্যক্ত করেন। এসময় আরও বক্তব্য রাখেন, স্থানীয় এলাকার বিশেষ ব্যক্তিবর্গগণ,গোলাম মস্তোফা,রাতুল,সুমন রাহাত,গোলাপ মিয়া,বাবুল মিয়া,সফিকুল(সফিক),ছালেহ মূসা,জোবাইয়েরসহ আরও অনেকে।তাছাড়াও পৌরসভার বিশিষ্ট ঠিকাদারগণরা, রতন মিয়া,শাহীন মোল্লা,মোঃদানা মিয়া,গোলাপ মিয়া,মোঃ বিল্লাল মিয়া,বাবু কৃষ্ণ বিশ্বাস, মাহবুবসহ অনেকে নির্বাচনী বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।রায়পুরা পৌর আওয়ামী, যুবলীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গসংঠনের সকল নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা