অনলাইন ডেস্ক::
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। বিপণি বিতান, অফিস-আদালত, ফ্যাশন হাউজগুলো সেজেছে লাল-সবুজ রঙে। লাল-সবুজের পতাকা হাতে ফেরিওয়ালাও জানান দিচ্ছেন উৎসবের প্রস্তুতি।
বিজয়ের ৫০ বছরে সুখী আর সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা সাধারণের কণ্ঠে। এরইমধ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকায় পৌঁছাছেন ভারতের রাষ্ট্রপতি।
সুবর্ণজয়ন্তী ঘিরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসহ ৭ দেশের ৩০২ জন গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
গর্বের ৫০, বিজয়ের ৫০। লাখো শহীদের ত্যাগে যে বিজয় তার প্রস্তুতিতে কোনো কমতি নেই নগরজুড়ে। লাল সবুজের মিশেলে জড়িয়ে আছে পুরো শহর। বিজয়ের কারিগর শহীদদের শ্রদ্ধায় নত পুরো জাতি।
নগরীর ছোট থেকে বড় সব স্থাপনায় আলোকসজ্জার পাশাপাশি উঁকি দিচ্ছে গর্বের পতাকা। সাধারণের কণ্ঠে তাই উৎসবের আমেজ।
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ। সামনের দিনগুলোতে অসাম্প্রদায়িক সুখী আর সমৃদ্ধ হোক প্রিয় দেশ আশা সাধারণ মানুষের।