বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৭
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আইভীর মাথায় হাত রেখে তৈমূর বললেন, ‘ছায়ার মতো থাকব’

অনলাইন ডেক্স::

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীর মাথায় হাত রেখে দোয়া করে দিয়েছেন পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে মিষ্টি নিয়ে শহরের মাসদাইরে তৈমুরের বাসায় যান আইভী। এসময় তৈমূরকে মিষ্টি মুখ করান আইভী। তৈমুরও আইভীকে মিষ্টিমুখ করান এবং মাথায় হাত রেখে দোয়া করেন।

এসময় তৈমূর আলম খন্দকার বলেন, আইভীর পিতা আলী আহাম্মদ চুনকা আমার রাজনৈতিক গুরু। এই পরিবারের সাথে আমার পারিবারিক সম্পর্ক। আইভীর বাবা আমার মাকে মা বলে ডাকতেন। আমিও তাকে ভাই বলে ডাকতাম। নির্বাচনে যা কিছু হয়েছে তা আমি ভুলে গেছি। আগামীতে এক সাথে মিলেমিশে থাকব।

এসময় আইভীর মাথায় হাত রেখে তৈমুর বলেন, তার পাশে সারাজীবন থাকব। অদৃশ্য ছায়ার মতো থাকব। তার সাথে আমার অন্তরের সম্পর্ক। এখানে নির্বাচন কোনো বিষয় না। নির্বাচন শেষ হয়ে গেছে। কিন্তু সম্পর্ক আছে এবং থাকবে। মেয়র আইভীকে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তৈমূর।

রোববার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াৎ আইভী ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট এবং তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

২০১৬ সালের নির্বাচনেও বিজয়ী হওয়ার পর আইভী বিএনপি মনোনীত পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের বাড়িতে মিষ্টি নিয়ে যান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা