বিজলী ডেস্ক::
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিজলী বার্তা’র সম্পাদক ও প্রকাশক সৈয়দ মোঃ জানে আলম (লিখন) এর শুভ জন্ম দিন আজ। ৩১ অক্টোবর তিনি বাবা-মায়ের কোল জুড়ে পরিবারের সকলের মুখে হাঁসি ফুটিয়ে বরিশাল জেলাধীন মুলাদী উপজেলায় জন্মগ্রহন করেন। পরিবারে ৫ ভাই ও ৩ বোনের মধ্যে সর্ব কনিষ্ট পুত্র তিনি। শিক্ষা জীবনে প্রাইমারী স্কুল থেকে উচ্চতর শিক্ষার সময়গুলো বরিশাল শহরেই কাটে, সারকারি ব্রজমোহন কলেজ (বি.এম কলেজ) বরিশাল থেকে ২০১৫ সালে মাস্টার্স শেষ করেন এবং বরিশাল সরকারি ল’ কলেজ থেকে তিনি আইন বিষয়ে পড়াশুনা করে ২০১৬ সালে ল’ পাশ করেন।
তিনি শিক্ষা জীবন থেকেই স্থানীয় ও জাতীয় দৈনিক সংবাদ মাধ্যমের সাথে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকতার শুরুর দিকটা ছিলো তার সখের বিষয় কিন্তু সময়ের সাথে সাথে বর্তমানে তিনি প্রোফেশনাল ভাবেই কাজ করে যাচ্ছেন দেশ ও জনগনের সার্থে, সমাজের দুর্ভোগ ও অসংহোতি গুলো সকলের সামনে তুলে ধরাই তার লক্ষ্য । এগিয়ে যাক সমাজ ব্যাবস্থা দুর হোক অন্যায়- অত্যাচার এই উদেশ্য নিয়ে সর্বদা কাজ করে যাচ্ছেন।
আজকের এই শুভ দিনে বিজলী বার্তা পরিবারে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সদা খুশি থাকুন এবং আল্লাহর রহমত, সন্তুষ্টি এবং আনন্দময় আপনার জীবনে বইতে থাকুক। “শুভ জন্মদিন প্রিয় সম্পাদক মহোদয়”