মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫১
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ: লুটপাট-ভাঙচুর, আহত ১

রায়পুরা প্রতিনিধি::

নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে ইউপি নির্বাচন কে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় পাঠান বাড়ির অন্তত ১২ টি বাড়ি-ঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এসময় বেশ কয়েকটি বাড়ি থেকে মালামাল ও নগদ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে জানাযায়, ঘটনার সূত্রপাত শুক্রবার (৪ জানুয়ারি) জুম্মা নামাজের পর পাঠান বাড়ির দুলাল মিয়ার ছেলে পিয়াস(২০) মসজিদে নামাজ পড়তে গেলে পরিকল্পিত ভাবে কিরন মিয়া( ১৮), ফরিদ মিয়া ( ৪৬ ), জাকির মিয়া (৩৮),কাউছার মিয়া (২২) পিয়াস কে খুড় দিয়ে পুচ মেরে আঘাত করে। আহত ব্যাক্তি কে হাসপাতালে পাঠানোর এক ঘন্টা পরে মোল্লা বাড়ি, চেয়ারম্যান বাড়ি ও হুদাবক্স বাড়ির লোকজন ভাড়াটিয়া ১/২ শত লোক দিয়ে পাঠান বাড়ির কামাল, জামাল,ও জলিল পাঠানের ঘরবাড়ি ভাংচুর ও লোটপাট করে প্রায় ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি করে জানান ভুক্তভোগী পরিবারগন। পরদিন শনিবার (৫ জানুয়ারি) সকালে পুণরায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এসময় উভয় পক্ষের অন্তত ১৫টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। গৌরীপুর গ্রামের ৮নং ইউপি সদস্য শেখ খোরশেদ আলম জানান, নির্বাচনের আগের ঝগড়া গুলো স্থানীয় মাতাব্বরদের নিয়ে সমাধান করা হয়। ওই সময় কয়েকজনকে আর্থিক জরিমানা করা হয়। ৬-৭শ লোকের উপস্থিতিতেই তখন ঝগড়ার সমাধান করা হয়। পরে গত শুক্রবার নৌকা দিয়ে কয়েকজন বহিরাগত লোক এলাকায় প্রবেশ করায় ঝগড়ার পুণরাবৃত্তি হয়। এ ব্যাপারে রায়পুরা থানার ওসি তদন্ত গোবিন্দ সরকার বলেন, শুক্রবার এবং শনিবার মুছাপুরের গৌরীপুর এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিক রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে এবং এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা