বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৫৫
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পূর্ব শত্রুতার জের ধরে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট: ১লক্ষ৬০হাজার টাকার ক্ষয় ক্ষতি

রায়পুরা প্রতিনিধি::

নরসিংদী রায়পুরায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নে পূর্ব শক্রতার জের ধরে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে ১লক্ষ ৬০হাজারটাকা নিয়ে যান একই এলাকার সুজন মিয়া (২৬) সাথে তার নামে থানায় একাধিক মাদক মামলারও অভিযোগ পাওয়া গেছে। সে উওর বাখরনগর ইউনিয়নের মৃত আসাদ মিয়ার ছেলে। গতকাল (২৬ ফেব্রুয়ারী) ১২.৩০ মিনিটের দিকে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে সব নিয়ে যান। এলাকাবাসী জানান, গত ৩য় ধাপের নির্বাচনের সময় ইয়ামিন (৮) বছরের একটি ছেলে শিশু অপহরণ করেন এবং টাকা না দিতে পারায় তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়। এরই হত্যাকান্ডের মামলায় ৩ জনকে আটক করেন রায়পুরা থানা পুলিশ।

এর মধ্যে সুজন নামে এক আসামী সে জামিনে বের হয়ে কেনো তাকে মিথ্যা মামলা দেওয়া হয় এবং মামলায় ৫ লাখ টাকার খরচ হয় বলে জানান এই বলে সাথে ৪/৫ অজ্ঞাত নামা ব্যক্তিদের নিয়ে নিহত শিশটির চাচা মাকমুদুল কে ২৪ ঘন্টার ভিতরে মেরে ফেলার হুমকি দিয়েছেন সাথে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করেন। এই ব্যাপারে নিহত শিশুর চাচা জানান, আমি বাড়িতে ছিলাম না বাড়ির পাশের লেবু বাগানের পরিচর্যা করতে ব্যস্ত ছিলাম। পরে বাড়িতে এসে দেখি আমার ঘর-বাড়ী ভাংচুর ও লুটপাট করে নিয়ে যান। ১টি স্বর্ণের চেইন ও আংটি সাথে নগদ ৮৫ হাজার টাকা নিয়ে যান। এবং আসামী সুজন ২৪ ঘন্টার ভিতরে মেরে ফেলবেন বলে হুমকি দিয়ে যান।

এই বিষয়ে আমার প্রাণ বাঁচানোর জন্য রায়পুরা থানায় অভিযোগ দায়ের করি। এই বিষয়ে রায়পুরা থানা ওসি তদন্ত গোবিন্দ সরকার বলেন, আমাদের কাছে এই বিষয়ে রায়পুরা থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা