রায়পুরা প্রতিনিধি::
নরসিংদী রায়পুরা উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৮ ফেব্রুয়ারী) সোমবার সকাল ১১টায় নতুন বাজারে অসহায় মানুষের মাঝে ফ্রিতে সকল ধরনের রোগের চিকিৎসা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে রায়পুরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ জজ মিয়ার সঞ্চালনায় ও নরসিংদী জেলা স্বেচ্ছাসেবকলীগের এনায়েত উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সদস্য হুমায়ূন কবির মনির। এমসয় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা আ’লীগের সাবেক সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম মহিউদ্দিন, নরসিংদী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মনির হোসেন মিঠু, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন, রায়পুরা উপজেলা সাবেক সভাপতি এমএ রব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফরহাদ হোসেন চান মিয়া খা, রায়পুরা পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন,রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন ও দপ্তর সম্পাদক শফিকুল ইসলামসহ অভিজ্ঞতা চিকিৎসা কর্মকর্তা ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন।